আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকৃবির রোভার স্কাউট গ্রুপের পরিভ্রমণ শুরু

প্রতিনিধি, বাকৃবি
বাকৃবির রোভার স্কাউট গ্রুপের পরিভ্রমণ শুরু

‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের দুই ইউনিটের সাতজন রোভার পাঁচ দিনে ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছে। এর মধ্যে তিনজন রয়েছেন ছেলেদের রোভার দলে এবং চারজন রয়েছেন গার্ল-ইন-রোভার দলে।

বিজ্ঞাপন

বুধবার বিষয়টি জানান গ্রুপ রোভার স্কাউট লিডার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম। তিনি এ পদযাত্রার সার্বিক তত্ত্বাবধান করছেন। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রার উদ্বোধন করা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছায় পৌঁছানোর মধ্য দিয়ে এ ভ্রমণ শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর ড. মো. আব্দুল আলীম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার ড. শায়লা শারমিন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হকসহ বিভিন্ন স্তরের রোভার সদস্যরা।

পরিভ্রমণে ছেলেদের রোভার দলে রয়েছেন সাগর আল হাসান, মোহাম্মদ এবং মো. ফুয়াদ হাসান। অপরদিকে গার্ল-ইন-রোভার দলে রয়েছেন সাবরিনা আখতার সুসমিতা, আইরিন রহমান প্রমি, উম্মে খাদিজা জাহান চৌধুরী লিয়া ও সামিয়া রহমান পুষ্পিতা। তাদের নির্ধারিত রুট হলো বাকৃবি ক্যাম্পাস থেকে গফরগাঁও, কিশোরগঞ্জ, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ হয়ে মুক্তাগাছা পর্যন্ত।

রোভার স্কাউট লিডার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম বলেন, পিআরএস অ্যাওয়ার্ড অর্জন প্রতিটি রোভারের স্বপ্ন। এ বছর দেশে মোট পাঁচজন রোভার এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করেছেন, যার মধ্যে বাকৃবি থেকে একজন রয়েছেন। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, আশা করি তোমরা রোভার স্কাউটিংয়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি স্কাউটিংয়ের আইন ও প্রতিজ্ঞা জীবনে ধারণ ও লালন করবে।

উল্লেখ্য, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান এই অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এটি অর্জনের জন্য রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিমি, সাইকেলযোগে ৫০০ কিমি অথবা নৌকাযোগে ২৫০ কিমি ভ্রমণ করতে হয়। এ পরিভ্রমণ শুধু ব্যাজ অর্জনের উদ্দেশ্যে নয়; বরং রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য ও পারস্পরিক একতার নিদর্শন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন