প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির অধ্যাদেশ রাষ্ট্রপতির পক্ষ থেকে জারির এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
সোমবার সকাল থেকেই শিক্ষা ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন শিক্ষার্থী বলেন, গত রাত থেকে খোলা আকাশের নিচে সড়কে রাতে অবস্থান করায় তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৩০ জন শিক্ষার্থী। কয়েকজনকে শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান অবস্থানরত শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি পালন করা ঢাকা কলেজের ২২-২৩ সেশনের শিক্ষার্থী সানি বলেন, আমরা গতকাল থেকে শিক্ষা ভবনের সামনে আমাদের কর্মসূচি পালন করছি। রাতভর আমাদের সহপাঠীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। মন্ত্রণালয়ের প্রতিনিধি আশ্বস্ত করলেও আমরা এই কর্মসূচির চালিয়ে যাচ্ছি।
এর আগেও বহুবার আশ্বস্ত করলেও সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দেয়নি সরকার। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অশ্চিয়তা দূর হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি সাত কলেজকে নিয়ে 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার’ এমন তথ্য জানানো হয়।
ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ।

