আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রণীত ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমানের সঙ্গে মতবিনিময় করেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল। রোববার শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয়ে গিয়ে এই মতবিনিময় করে।

মতবিনিময় শেষে সচিব মজিবর রহমানের কাছে শিবির প্রণীত ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনার কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় সচিব তাদের দাবির বিষয়গুলো দেখে বিবেচনা করার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

শিবির প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। এর আগে গত ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩০ দফা সংস্কার প্রস্তাবনা জাতির সামনে তুলে ছাত্রশিবির।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সিবগাতুল্লাহ বলেন, আমরা আশা করি, ছাত্রশিবির প্রস্তাবিত ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনাটি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পাশাপাশি অন্যান্য সংগঠন, শিক্ষাবিদসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মতামত অন্তর্ভুক্ত করে দেশের সার্বিক কল্যাণে আগামী বছর থেকেই এর বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন