রোববার সারাদেশে বিক্ষোভ করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ২৩: ৩৫

ছয় দাবি দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কারিগরি ছাত্র আন্দোলন। রোববার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এর আগে দাবি আদায়ে সড়ক অবরোধ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। মন্ত্রণালয়ের

পক্ষ থেকে দাবি পূরণে কমিটি গঠনসহ আশ্বাস দেয়া হলেও তাতে আস্থাহীনতার কথা বলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ খ্রিষ্টাব্দে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত