আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসু নির্বাচন হাসিনার নির্বাচনকে ছাড়িয়ে গেছে: আবিদ

আমার দেশ অনলাইন
ডাকসু নির্বাচন হাসিনার নির্বাচনকে ছাড়িয়ে গেছে: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার নির্বাচনে ভোট চুরির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আবিদ বলেন, এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গেছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।

রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে এ মিছিল শুরু করেন তারা। টিএসসি থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রেজিস্ট্রার ভবনের দিকে চলে যান নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের কারচুপির নির্বাচন, মানি না মানব না। নির্বাচন না প্রহসন, প্রহসন-প্রহসন বলে স্লোগান দিতে দেখা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন