মেয়েদের বিজয় হলে ছাত্রদলের হৃদয়ের চেয়ে ভোটে এগিয়ে শিবিরের রনি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩: ০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা ও ফল ঘোষণা। ভোট গণনায় মেয়েদের বিজয়-২৪ হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২৮৮ ভোট। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি ৬৪৪ ভোট পেয়ে এগিয়ে আছেন।

বিজ্ঞাপন

এ হলে জিএস প্রার্থী শাফায়াত (ছাত্রদল) ৮৯ ভোট, সাঈদ বিন হাবিব (শিবির) ৬৮৯ ভোট পেয়েছেন। এছাড়াও এজিএস পদে তৌফিক (ছাত্রদল)- ৫৬৯ ভোট ও সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) পেয়েছেন ৩৮৯ ভোট।

বুধবার রাতে রাত সোয়া ২টার দিকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সমাজবিজ্ঞান অনুষদে ডিন কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত