শিক্ষক নেতা নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৯: ১৪

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০০ সালের এই দিনে ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন তার মৃত্যু হয়। দেশের শিক্ষক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব ১৯৩৭ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে দেশের মাধ্যমিক শিক্ষকদের বেশ কিছু যৌক্তিক দাবি পূরণ হয়েছে।

বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে শিক্ষকদের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোষহীন ও সোচ্চার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধেও তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর।

বিজ্ঞাপন

যে কারণে তৎকালীন ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী ও তার অনুসারীরা অধিদপ্তরের দুর্নীতিবাজ কুচক্রী মহল স্যার নজরুল ইসলামের বিরুদ্ধে চক্রান্তের ধারাবাহিকতায়, তাকে চাকরি থেকে বরখাস্ত করে। শুধু তাই নয় তার ভাতাও বন্ধ করে দেয়া হয়। এতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি অর্থনৈতিক নিরাপত্তাহীন হয়ে পড়েন । এমন পরিস্থিতিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি ১৯৯৬ সালের ফ্যাসিস্ট শাসকের প্রথম শিকার। উল্লেখ্য ফ্যাসিস্ট শাসক দল ১৯৯৫ সালের তৎকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আন্দোলনের মাধ্যমে জনতার মঞ্চ গঠন করে। তখন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ফ্যাসিবাদের দোসররা জনতার মঞ্চে যোগ দেয়।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনের পর ফ্যাসিস্ট চক্র ক্ষমতায় বসার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দুর্নীতিচক্র, বৈষম্য চক্র একজোট হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মানিকগঞ্জ জেলায় বদলি করে। বদলি আদেশের উপর হাইকোর্ট স্টে অর্ডার থাকা সত্ত্বেও তাকে সাসপেন্ড করে। এমনকি উনার মৃত্যুর পর তাঁর পরিবারের পেনশন পাওয়ার ক্ষেত্রে নানাভাবে বাধা সৃষ্টি করে।

আদর্শবাদী এই শিক্ষক নেতার মৃত্যুবার্ষিকীতে নজরুল ইসলাম ট্রাস্ট সবার কাছে দোয়া প্রার্থী।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত