সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৮: ২০

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। চলতি ২০২৫-২৬ শিক্ষা বর্ষ থেকেই এই ভর্তি পরীক্ষা নেয়া হবে। এজন্য একটি ভর্তি নীতিমালা চূড়ান্ত করছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান সচিব ড. খ খ কবিরুল ইসলাম।

তিনি বলেন, 'এতদিন ভর্তি পরীক্ষায় না থাকায় কোয়ালিটি শিক্ষার্থী নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ঝরে পড়ার হারও বাড়ছে। তাই এবার থেকে ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।'

সচিব আরও জানান, 'বুয়েটের তত্ত্বাবধানে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এর মধ্যে ৭০ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা এবং বাকি ৩০ নম্বর থাকবে জিপিএ-এর ভিত্তিতে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত