ইব্রাহিম খলিল, খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৩ সাল থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে ভর্তির কথা থাকলেও, গত তিন বছরে তা কার্যকর হয়নি। যদিও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ডোপ টেস্টের প্রত্যয়ন ইতোমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্তটি শুধু কাগজেই সীমাবদ্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর মাদকবিরোধী এক শোভাযাত্রায় তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায়ও এটি বাধ্যতামূলক করা হবে। পরবর্তী সময়ে ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের আওতায় একটি কমিটি গঠন করা হয়। তবে তিন বছর পার হলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আগামী ২০ জুলাই শুরু হচ্ছে নবীনদের ক্লাস, কিন্তু ডোপ টেস্ট বাস্তবায়ন এখনো অনিশ্চিত।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের শিক্ষার্থী পারভেজ মোশাররফ বলেন, ডোপ টেস্ট চালুর ঘোষণা আগেই দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখিনি। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদকের প্রভাব বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী এম রিয়াজ বলেন, মাদকাসক্তি নিয়ন্ত্রণে ডোপ টেস্ট কার্যকর হাতিয়ার হতে পারে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে সমস্যা অনেকটা কমে আসবে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা বলেন, ডোপ টেস্টের মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় কেউ মাদকাসক্ত কি না। এটি ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ একটি উপায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শুধু স্নাতক প্রথম বর্ষ নয়, বরং স্নাতকোত্তরসহ সব শিক্ষার্থীর পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করব। এ বছরেই এর বাস্তবায়ন শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৩ সাল থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে ভর্তির কথা থাকলেও, গত তিন বছরে তা কার্যকর হয়নি। যদিও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ডোপ টেস্টের প্রত্যয়ন ইতোমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্তটি শুধু কাগজেই সীমাবদ্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর মাদকবিরোধী এক শোভাযাত্রায় তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায়ও এটি বাধ্যতামূলক করা হবে। পরবর্তী সময়ে ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের আওতায় একটি কমিটি গঠন করা হয়। তবে তিন বছর পার হলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আগামী ২০ জুলাই শুরু হচ্ছে নবীনদের ক্লাস, কিন্তু ডোপ টেস্ট বাস্তবায়ন এখনো অনিশ্চিত।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের শিক্ষার্থী পারভেজ মোশাররফ বলেন, ডোপ টেস্ট চালুর ঘোষণা আগেই দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখিনি। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদকের প্রভাব বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী এম রিয়াজ বলেন, মাদকাসক্তি নিয়ন্ত্রণে ডোপ টেস্ট কার্যকর হাতিয়ার হতে পারে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে সমস্যা অনেকটা কমে আসবে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা বলেন, ডোপ টেস্টের মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় কেউ মাদকাসক্ত কি না। এটি ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ একটি উপায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শুধু স্নাতক প্রথম বর্ষ নয়, বরং স্নাতকোত্তরসহ সব শিক্ষার্থীর পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করব। এ বছরেই এর বাস্তবায়ন শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
১৭ মিনিট আগেরাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৪ ঘণ্টা আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১১ ঘণ্টা আগে