আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ববিতে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত সহযোগী অধ্যাপক

প্রতিনিধি, ববি

ববিতে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত সহযোগী অধ্যাপক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খাদিজা আক্তার। শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত শিক্ষিকা বলেন, আমি প্রেজেন্ট নেওয়ার সময় ঘটনাটি ঘটেছিল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সবসময় ঘটে না। এটা যাতে দ্বিতীয়বার না ঘটে সেটাই আমার কাম্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনাটি স্টুডেন্টের সাথে ঘটেনি এবং আল্লাহর অশেষ রহমতে ফ্যানটি আমার মাথার মাঝ বরাবর না পড়ে মাথার এক সাইডে লেগেছে। যার ফলে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

বর্তমান শারীরিক পরিস্থিতির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমার মাথা, কান, মুখ ফুলে আছে। তবে গতকাল ডাক্তার আমাকে পেইন কিলার দিয়েছেন। এবং তিনি বলেছেন যদি তাড়াতাড়ি সুস্থ না হয়ে উঠি তাহলে সিটি স্ক্যান করার জন্য। আশা করি তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবো।

মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহারের সাথে কথা বললে তিনি জানান, শিক্ষিকার আঘাতপ্রাপ্ত স্থানে ফুলে গিয়েছে। এমনিতে বড় কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন বলেন আমি ঘটনাটি সম্পর্কে অবগত আছি। সকল শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন