শাহজালাল হলে ভিপি-জিএস ও এজিএস পদে এগিয়ে শিবির

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৪: ৪৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে শাহজালাল হলের কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।

এতে দেখা গেছে, ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে দেখা যায়- শাহজালাল হলে ভিপি পদে ৭৭৯ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ৪৮১ ভোট পেয়েছেন

জিএস পদে ৭৮০ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তার নিকটতম ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন ২৮৫ ভোট পেয়েছেন।

এজিএস পদে ৭৮৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন। তার নিকটতম ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান ৫৭৯ ভোট পেয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত