সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৬ হল থেকে বাদ শেখ পরিবার-দোসরদের নাম

সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩: ৪৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিছু স্থাপনার নাম নিয়ে আপত্তি তোলেন শিক্ষার্থীরা। তাদের দাবি পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আসাদ উদ দৌলা স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

নতুন প্রশাসনিক আদেশে তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও তিনটির আগের নাম পুনর্বহাল করা হয়েছে। এর মধ্যে ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠাকালীন নামকরণ করা এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এএমএস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করেছিল। সেগুলো আবার আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে- হযরত শাহজালাল (র.) হল, জেনারেল এমএজি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে।

সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তন করেছিল। স্থাপনাগুলোর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল শেখ পরিবার ও আওয়ামী দোসরদের নাম। সেগুলো পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা নানাভাবে আনন্দও প্রকাশ করেছেন।

বিষয়:

সিকৃবি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত