
প্রতিনিধি, জবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের হামলার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান শিক্ষকরা।
শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘রাজনৈতিক নেতা ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো ৫ আগস্টের আগের পরিস্থিতির পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে। সমাজে অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এসব হামলার সুষ্ঠু বিচার করতে হবে।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘নূরের ওপর হামলার ঘটনায় লাল টি-শার্ট পরিহিত এক পুলিশের কনস্টেবলকে যেভাবে দেখা গেছে, তা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তার পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনারও বিচার করতে হবে।’
সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দুটি যৌক্তিক দাবি আছে— শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।’
মানববন্ধনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল হামিদ, জবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুব উসমান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের হামলার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান শিক্ষকরা।
শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘রাজনৈতিক নেতা ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো ৫ আগস্টের আগের পরিস্থিতির পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে। সমাজে অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এসব হামলার সুষ্ঠু বিচার করতে হবে।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘নূরের ওপর হামলার ঘটনায় লাল টি-শার্ট পরিহিত এক পুলিশের কনস্টেবলকে যেভাবে দেখা গেছে, তা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তার পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনারও বিচার করতে হবে।’
সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দুটি যৌক্তিক দাবি আছে— শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।’
মানববন্ধনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল হামিদ, জবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুব উসমান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
৩ ঘণ্টা আগে
রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৬ ঘণ্টা আগে
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১৪ ঘণ্টা আগে