আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

প্রতিনিধি, রাবি
দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

দুর্গাপূজার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচন চেয়েছে ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা বলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি গত ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রাথীদের যে আনাগোনা ছিলো সেটা এখন অনেকটায় স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি বিবেচনা করে, ভোটারদের উপস্থিতির কথা যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরই হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন