জাতিসংঘে এসপিএফ দূত ড. ইমদাদুল ইসলাম

রোহিঙ্গা সংকট নিরসনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৮: ৪৯
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৮: ৪৯

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সম্মেলনে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর দূত ড. ইমদাদুল ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক মানবিক ও নিরাপত্তা ইস্যু; তাই এর টেকসই সমাধানে ‘সম্মিলিত প্রচেষ্টা’ অপরিহার্য।

ভাসান চর মডেলে সহায়তার অঙ্গীকার

ড. ইমদাদুল ইসলাম তার বক্তব্যে এসপিএফ এবং এর মূল প্রতিষ্ঠান নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের কথা তুলে ধরেন।

তিনি জানান, ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করা হয়েছে। বিশেষত বাংলাদেশের ভাসান চর পুনর্বাসন প্রকল্পকে তিনি একটি কার্যকর মডেল হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘শুধু মানবিক সহায়তা দিয়ে এই সংকট দীর্ঘমেয়াদে মোকাবিলা সম্ভব নয়। রোহিঙ্গাদের টেকসই জীবিকা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে আশ্রয়দাতা দেশ বাংলাদেশের ওপর চাপ হ্রাসে আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে হবে।’

এসপিএফ দূত উল্লেখ করেন, নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া ব্যক্তিগতভাবে মিয়ানমারের সামরিক বাহিনী (তাৎমাডো) এবং আরাকান আর্মির মধ্যে দুটি যুদ্ধবিরতিতে (ceasefire) সফল ভূমিকা পালন করেছেন। এই উদ্যোগগুলো রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

ড. ইমদাদুল ইসলাম রোহিঙ্গা সংকটকে ‘আমাদের সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ইস্যুটি পুনরায় বৈশ্বিক আলোচনার অগ্রাধিকারে আনার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন আশা জাগিয়েছে।

তিনি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন, ‘আমাদের লক্ষ্য হলো পৃথিবীর সকল মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি। এই সংকটের টেকসই সমাধানে বিশ্বকে অসাধারণ নেতৃত্ব এবং অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত