চ্যাম্পিয়নস লিগ

রিয়ালের মাঠে অতিথি জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২: ০০

দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে। সে আবার মাদ্রিদ ডার্বিতে। এবারের মৌসুমে রিয়ালের অস্বস্তি বলতে ওতটুকুই। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ রিয়াদ এয়ার মেত্রোপোলিতানোতে রিয়াল বিধ্বস্ত হয়েছিল ৫-২ গোলে। সেই ক্ষতটা তারা শুকিয়ে ফেলেছে হ্যাটট্রিক জয়ে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি পরে তুলে নিয়েছে টানা তিন জয়। জয়ের ছন্দটা ধরে রাখতে আজ আবার মাঠে নামছে। চ্যাম্পিয়নস লিগের আজ রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস। আজ রাত ১টায় নিজেদের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দেবে ইতালিয়ান ক্লাবটিকে।

বিজ্ঞাপন


শুধু স্প্যানিশ ফুটবলেই আধিপত্য বিস্তার করে যাচ্ছে রিয়াল। ব্যাপারটা ঠিক তেমন নয়। মহাদেশীয় ক্লাব ফুটবলেও দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে যাচ্ছে ইউরোপের রাজারা। এখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলের এলিট ‍টুর্নামেন্টের লিগ পর্বে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল। প্রথম জয়টা ধরা দিয়েছে নিজেদের মাঠে- ফরাসি প্রতিপক্ষ অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে। পরে গোল উৎসব (৫-০) করে ফিরেছে কাজাখস্তান থেকে। প্রায় ৬ হাজার ৪৩৭ কিলোমিটার দূরে আলমাতি কাইরাতের মাঠে ভেসে গিয়েছিল তারা উচ্ছ্বাসের জোয়ারে।


অন্য দিকে মাঠের লড়াইয়ে সময়টা খারাপ যাচ্ছে জুভেন্টাসের। জয়টা যেন সোনার হরিণ হয়ে গেছে তাদের জন্য। ঘরোয়া ফুটবল থেকে ইউরোপের সবচেয়ে মর্যাদাকর আসর- জয়বঞ্চিত হয়ে চলেছে ক্লাবটি। ঠিক যেন ড্রয়ের দুষ্ট চক্রে আটকে পড়েছে ইতালিয়ান দলটি। সবশেষ ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হোঁচট খেয়েছে তারা। আর সবশেষ ম্যাচটিতে পুঁচকে কোমোর কাছে ২-০ গোলে হারই মেনেছে জুভেন্টাস। আর তাই রিয়াল ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় কোচ ইগর টিউডরের শিষ্যরা। যা কিনা বিশাল এক চ্যালেঞ্জ বিয়ানকোনেরি শিবিরের জন্য।


তবে পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস, দুদলই সমানে সমান। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে দুদল জিতেছে সমান ৭টি করে ম্যাচ। বাকি দুই ম্যাচ থেকে গেছে অমীমাংসিত। কিন্তু সাম্প্রতিক মাঠের পারফরম্যান্সের দিক বিবেচনায় রিয়াল থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে জুভ শিবির। জুভেন্টাস এখন কোনো অঘটন ঘটিয়ে দেয় কিনা সেটাই দেখার।


এদিকে ইংলিশ জায়ান্ট লিভারপুল যাবে ফ্রাঙ্কফুর্ট সফরে। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ঘরের মাঠে খেলবে আয়াক্সের বিপক্ষে। আর জার্মানির বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে লড়বে ক্লাব ব্রুগের বিপক্ষে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত