অসুস্থতার কারণে চলমান ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাকে ছাড়াই শেষ ষোলতে পা রেখেছে লস ব্লাঙ্কোসরা। শেষ আটে উঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলতে জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। রেকর্ড চ্যাম্পিয়নস লিগ জয়ীদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি তুরিনের ওল্ড লেডিদের। ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।