আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুভেন্টাসের বিপক্ষে খেলবেন এমবাপ্পে?

স্পোর্টস ডেস্ক

জুভেন্টাসের বিপক্ষে খেলবেন এমবাপ্পে?

অসুস্থতার কারণে চলমান ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাকে ছাড়াই শেষ ষোলতে পা রেখেছে লস ব্লাঙ্কোসরা। শেষ আটে উঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আসন্ন ম্যাচে এমবাপ্পের খেলার সম্ভাবনা বেশি।

জ্বরের কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে খেলতে পারেননি এমবাপ্পে। এরপর পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ফরাসি তারকার অনুপস্থিতিতে পাচুকা ও আরবি সালজবুর্গকে হারিয়েছে রিয়াল। ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রাখে মাদ্রিদের ক্লাবটি।

বিজ্ঞাপন

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে আশার কথা শুনিয়েছেন রিয়ালের প্রধান কোচ জাবি আলোনসো। নিশ্চিত না করলেও রাউন্ড অব সিক্সটিনে তারকা ফরওয়ার্ডকে যে খেলাবেন সে ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। সেই সঙ্গে আক্রমণভাগ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বায়ার লেভারকুজেনের সাবেক এই কোচ।

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আলোনসো বলেন, ‘আমাদের অবশ্যই এমবাপ্পেকে দরকার। ভিনিসিয়াস আরও ভালোভাবে শুরু করতে পারে। এমবাপ্পে প্রত্যাবর্তনের আরও কাছে অবস্থান করছে। তাদের দুইজনই অসাধারণ ব্যক্তিগত গুণাবলীর অধিকারী। কিন্তু মাঠে তাদের মিলিত হয়ে খেলতে হবে।’

প্রতিবেদনে এমএস জানিয়েছে, গত শুক্রবার (২৭ জুন) পাম বিচে রিয়ালের দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন এমবাপ্পে। অনুশীলনে বেশ প্রাণ চঞ্চল দেখা গেছে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে। জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগে আরও তিনটি অনুশীলন সেশন পাবেন এমবাপ্পে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...