আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে বিধ্বস্ত জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক

রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে বিধ্বস্ত জুভেন্টাস

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলতে জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। রেকর্ড চ্যাম্পিয়নস লিগ জয়ীদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি তুরিনের ওল্ড লেডিদের। ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করেছিল জুভেন্টাস ও ম্যানসিটি। তাই দুই দলের সামনে শেষ ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়ে পেপ গার্দিওলার দলের সামনে দাঁড়াতেই পারেনি ইতালিয়ান সিরি’এর প্রতিনিধিনরা।

বিজ্ঞাপন

ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বলতে গেলে ম্যানসিটির কাছে পাত্তাই পায়নি জুভেন্টাস। বল দখল কিংবা আক্রমণ- সবকিছুতেই আধিপত্য ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির। বিরতির পর তিন গোলের দেখা পায় সিটিজেনরা। নবম মিনিটে জেরেমি ডোকু তাদের এগিয়ে নেন। দুই মিনিট পর টেউন কোপমেইনার্স জুভেন্টাসকে ম্যাচে ফেরান।

২৬ মিনিটে জুভেন্টাসের ডিফেন্ডার পিয়েরের কালুলুর আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ম্যানসিটি। ৫২ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন আর্লিং হাল্যান্ড। ১৭ মিনিট পর ব্যবধান বাড়ান ফিল ফোডেন। ৭৫ মিনিটে ম্যানসিটির হয়ে শেষ গোলটি করেন সেভিনহো। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে জুভেন্টাসের হয়ে ব্যবধান কমান দুসান ভ্লাহোভিচ।

তিন ম্যাচে শতভাগ জয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ম্যানসিটি। শেষ ষোলতে আল হিলালের বিপক্ষে খেলবে ইংলিশ জায়ান্টরা। দুই জয় পাওয়া জুভেন্টাসের সংগ্রহ ছয় পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন