নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলায় বিভিন্ন মহলের নিন্দা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২০: ৫১
নিউ ইয়র্ক কনস্যুলেটে আওয়ামী দুর্বৃত্তদের হামলা, উপদেষ্টা মাহফুজকে নিয়ে বিকৃত পোস্টারও বহন করে তারা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষাবিদ ও পেশাজীবীরা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আমরা, নিম্নস্বাক্ষরকারীগণ, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর নিউ ইয়র্কে সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। এটি কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়; বরং জুলাই বিপ্লবের সময় যে ফ্যাসিবাদী শক্তিগুলো প্রতিরোধ গড়ে তুলেছিল, তারা পুনরায় সংগঠিত হয়ে আক্রমণাত্মক রূপে ফিরে এসেছে, সেটির ঠাণ্ডা নিদর্শন এই ঘটনা। তারা তাদের সামাজিক ও সাংস্কৃতিক পুঁজি, গণমাধ্যম নেটওয়ার্ক, প্রবাসী সম্প্রদায়ের প্ল্যাটফর্ম এবং মতাদর্শিক প্রচারণার সমগ্র অস্ত্র ব্যবহার করছে স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামের নেতৃত্বদানকারীদের ওপর হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্যবস্তু করা হয়েছে কোনো ব্যক্তিগত (যে অভিযোগ করা হয়েছে) দুর্বলতার কারণে নয়। তাকে আক্রমণ করা হয়েছে কেবল তিনি ফ্যাসিবাদী শাসন ও তার মতাদর্শের বিরোধী হিসেবে চিহ্নিত হওয়ায়। এ সময়ে বাংলাদেশ রাষ্ট্র এবং নাগরিক সমাজের কিছু অংশ যে নীরবতা অবলম্বন করেছে, সেটি নিছক নৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। তাদের এই নিষ্ক্রিয়তা ও নীরবতা ফ্যাসিবাদী শক্তিগুলোকে আরও সাহসী ও উগ্র করে তুলছে, যারা এখনও আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ।

আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ১৯৭১ এর নামে ভুয়া পতাকা উড়িয়ে ফ্যাসিবাদী শক্তির বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার কিংবা ভয় দেখানোর চেষ্টা কখনোই সফল হবে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জনগণের সাহস ও সংগ্রামে অটলভাবে বেঁচে আছে এবং কোনো সহিংসতা কিংবা বিকৃত প্রচারণাই সেই চেতনাকে নিভিয়ে দিতে পারবে না। আমরা বাংলাদেশের ভেতরে ও বিশ্বব্যাপী সকল প্রগতিশীল শক্তিকে এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানাই, ফ্যাসিবাদী সহিংসতাকে স্বাভাবিক করার সকল প্রচেষ্টা প্রত্যাখ্যান করুন, এবং উপদেষ্টা মাহফুজ আলমসহ সকল সত্যিকার গণতান্ত্রিক ও ন্যায়বিচারপন্থি কণ্ঠস্বরের পাশে দৃঢ় সংহতি প্রকাশ করুন।

১. ড. হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি কাতার

২. ড. মুহাম্মদ উসামা ইসলাম, সহকারী অধ্যাপক, মেট্রোপলিটন স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৩. ড. মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক, ফিল্যান্ডার স্মিথ ইউনিভার্সিটি ও সাধারণ সম্পাদক, সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ

৪. আব্বাস ইসলাম খান, ব্যারিস্টার, টিবিজি চেম্বার্স, যুক্তরাজ্য

৫. তাইয়িব আহমেদ, পিএইচডি প্রার্থী ও ইনস্ট্রাক্টর, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৬. মাহাদি হাসান, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

৭. মুহাম্মদ উবায়দুল হক, একাডেমিক অফিসার, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড

৮. মোহাম্মদ ইশরাক, স্বাধীন গবেষক

৯. আরাফাত রহমান শৈশব, অ্যাক্টিভিস্ট, যুক্তরাজ্য

১০. কাজী জহিরুল ইসলাম, মেরসিন ইউনিভার্সিটি, তুরস্ক

১১. আবরার মহসিন সামিন, গবেষণা প্রকৌশলী, যুক্তরাষ্ট্র

১২. আব্দুল্লাহ নাঈম, পিএইচডি প্রার্থী, ইউনিভার্সিতে ল্যাভাল, কানাডা

১৩. তৌহিদুল ইসলাম, ইউনিভার্সিটি অব মেলবোর্ন

১৪. মো. ওহিদুজ্জামান, সিনিয়র লেকচারার, আইইউবি; নির্বাহী সম্পাদক, সত্যনিউজ; পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়া (ইউএসএম)

১৫. মাসুম মুন্নাওয়ার, কবি ও অ্যাক্টিভিস্ট

১৬. খালিদ সাইফুল্লাহ খান জুয়েল, স্নাতক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭. ড. নাবিল আহমদ, এমবিবিএস (এস এইহ এস এম সি)

১৮. রাশেদ শেখ, চলচ্চিত্র নির্মাতা

১৯. তৌসিফুল ইসলাম, অফিস সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

২০. ফেরদৌস এস. আজাদ, সহকারী অধ্যাপক, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২১. মো. শাহনওয়াজ খান চন্দন, সহকারী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২২. মো. রোকনুজ্জামান, পিএইচডি প্রার্থী, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

২৩. মো. সাজিদ হাসান চৌধুরী, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, ভারত

২৪. মোহিবুল হোসেন তাইফুর, ঢাকা বিশ্ববিদ্যালয়

২৫. আহসান লাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

২৬. কাজী মো. মুকিতুল ইসলাম, পিএইচডি গবেষক, বস্টন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

২৭. মুহাম্মদ তালহা, গবেষণা ফেলো, সিজিসিএস

২৮. হাসান মাহমুদ, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা

২৯. আহমাদ সাব্বির, পিএইচডি প্রার্থী, ম্যাকগিল ইউনিভার্সিটি, কানাডা

৩০. মো. জাহিদুল ইসলাম মিয়াজী, প্রভাষক, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ

৩১. মতিউর রহমান মুন্না, সফটওয়্যার প্রকৌশলী

৩২. মাওলানা মো. শফিকুর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসাতুল ফুনুন আল ইসলামিয়া, ঢাকা

৩৩. আব্দুল মুহাইমিন, বিলকেন্ট ইউনিভার্সিটি, আঙ্কারা, তুরস্ক

৩৪. ইশফাক ফারহান সিয়াম, জর্জটাউন ইউনিভার্সিটি, কাতার

৩৫. ফারহান সালেহ রাফিদ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, কাতার

৩৬. মো. আবদুল্লাহ আল জুবায়ের, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি, কাতার

৩৭. মোহাম্মদ আরিফ উল্লাহ, সাংবাদিক, ফ্রান্স মিডিয়া মন্ডে (ফ্রান্স ২৪, আরএফআই ও এমসিডি)

৩৮. মো. নাহিয়ান বিন হোসেন, পিএইচডি প্রার্থী, ইউনিভার্সিটি অব টেক্সাস এট আরলিংটন, যুক্তরাষ্ট্র

৩৯. আরাফাত হোসেন ভূঁইয়া, এমফিল শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪০. আসিফ মুহাম্মদ জুবেরী, পিএইচডি শিক্ষার্থী, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৪১. জামাল উদ্দিন, প্রভাষক, কর্নেল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৪২. মো. শফিউল্লাহ, পিএইচডি, সহকারী অধ্যাপক, কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, সৌদি আরব

৪৩. মাহেদী হাসান, পিএইচডি শিক্ষার্থী, টেক্সাস টেক ইউনিভার্সিটি

৪৪. রাসেল মোহাম্মদ, গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী, জাপান

৪৫. সুমাইয়া রাবেয়া, গবেষণা ফেলো, মালয়েশিয়া

৪৬. মো. তৌফিকুর রহমান, ব্যাংকার, বাংলাদেশ

৪৭. মো. মারুফ হোসেন প্রান্ত, শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)

৪৮. আবরার আবির, কার্নেগি মেলন ইউনিভার্সিটি কাতার

৪৯. শামসুল আরেফিন, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট

৫০. তারেক মাহমুদ আজহারী, উপপরিচালক, ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স

৫১. শাহরিয়ার কামাল, পিএইচডি শিক্ষার্থী, নাগোয়া ইউনিভার্সিটি, জাপান

৫২. ব্যারিস্টার শাইখ মাহদি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

৫৩. মুহাম্মদ নুরুননবী, অ্যাক্টিভিস্ট, যুক্তরাজ্য

৫৪. মুহিম মাহফুজ, কবি ও সম্পাদক

৫৫. মো. সোহাইব হাসান, সহকারী নগর পরিকল্পনাবিদ, শেলটেক কনসালট্যান্টস প্রা. লি.

৫৬. তারেক আজিজ, স্নাতকোত্তর শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, যুক্তরাজ্য

৫৭. হাসনাত সিদ্দিকী মুরাদ, টেকনিশে হোশশুলে ম্যানহাইম, জার্মানি

৫৮. সুমাইয়া তামান্না, প্রকল্প ব্যবস্থাপক, সচর-টর্চার ওয়াচডগ বাংলাদেশ

ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক

৫৯. শামসুল ইসলাম চৌধুরী, শিক্ষা পরামর্শক, ডেনমার্ক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত