আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিটের সেপ্টেম্বর মাসের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি ৬৬ কোটি ২৯ লাখ ২ হাজা ১৩০ টাকার বেশি) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নুর নবী সরদার।
শুক্রবার (৩ অক্টোবর) এই র্যাফেল ড্রয়ের নতুন কোটিপতির নাম ঘোষণা করা হয়েছে।
সেপ্টেম্বর মাসের প্রথম পুরস্কার বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী ট্যাক্সিচালক হারুন সরদার নুর নবী সরদার।
ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদার। ২০০৯ সাল থেকে দেশটিতে থাকলেও ভাগ্যের তেমন পরবির্তন ঘটেনি তার। কিন্তু হঠাৎ একটি ফোন কলেই যেন বদলে তার জীবনের গল্প।
পেশায় ট্যাক্সিচালক হারুন সর্দার আমিরাতের বিগ টিকিট র্যাফেল ড্রতে ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতেছেন। বাংলাদেশি প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকার বেশি। ফোনে লটারিতে প্রথম পুরস্কার জয়ের খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি।

