আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাগরিক পরিষদের অনুষ্ঠানে পিনাকী

আওয়ামী সমর্থকদের তাড়িয়ে দিলো ফ্রান্স প্রবাসীরা

সংবাদদাতা, ফ্রান্স

আওয়ামী সমর্থকদের তাড়িয়ে দিলো ফ্রান্স প্রবাসীরা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশি নাগরিক পরিষদ-ফ্রান্সের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মেধাবী শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান। রোববার বিকেলে প্যারিসের ম্যাক্সদোর্মী হলে ফ্রান্সে বসবাসকারী ব্যাপক সংখ্যক বাংলাদেশি নাগরিকের উপস্থিতি উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও জুলাই বিপ্লবের অগ্রসৈনিক লেখক কলামিস্ট ডাক্তার পিনাকী ভট্টাচার্য। অনুষ্ঠান স্থলের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বের করে দেয়া হয়। এ সময় আলী আক্কাস নামে ফ্রান্স আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ আটক করে।

বিজ্ঞাপন

Events in France 2

অনুষ্ঠানের প্রথমার্ধে অতিথিদের আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে অবদান রাখা বাংলাদেশি বংশোদ্ভূতদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এরমধ্যে ছিলেন, দিয়ান আশরাফ, বেগম জামিলা, রিতা তালুকদার, ব্রিয়ান খন্দকার , আফনান খান, ডাক্তার শাহ মারজান, সাইমা আব্দুল্লাহ, শাহ জামসেদ, ইমরান চৌধুরী ও এন কে নয়ন।

Events in France 3

এছাড়া ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত যেসব শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন তাদের হাতেও তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। যাদের মধ্যে ছিলেন, মাসুম খান আফিফা, গাজী আজিজুল হাকিম, সাফা ইসলাম, তাহিরা জান্নাত চৌধুরী, আব্দুল মেহরিন, লিনা শাফি খন্দকার, নিদুয়া হুসাইন, হোসাইন আল জাবির, ওসিয়ান খান, রুহামা মোহাম্মদ আবুল খায়ের, রুশনি বিনতে দিনা, হুসাইন ফারাদ, আদেল আলী, সাইফ সামিহা, রিজন বড়ুয়া, জাহিন ইসলাম, আলী ইফিতারা বেগম ও সাদমান আনজুম ইসলাম।

Events in France 4

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারিস শিল্পী গোষ্ঠীর আয়োজনে গান, কবিতা, কৌতুক ও নাটিকার মোহনীয় আয়োজন মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

বাংলাদেশি নাগরিক পরিষদের সেক্রেটারি ইমরান আহমদ, সদস্যা নুসরাত উদ্দিন ও রাবেয়া আক্তার সুবর্ণার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল খায়ের লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার পিনাকী ভট্টাচার্য, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, খন্দকার হাসাইন, অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান, বিশিষ্ট ব্যবসায়ী তানজীম হায়দার, সোসাল ওয়ার্কার ওবায়দুল্লাহ কয়েছ, তানভীর ওয়াদুদ,নাজনীন আক্তার,দিয়ান আশরাফ প্রমুখ ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোহাম্মদ মাহবুব হোসাইন, আরিফুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম, ফাহাদ, ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন আব্দুল্লাহ আল হাসান, ইনামুল, আনোয়ার হোসাইন এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন