আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট স্থানীয় সময় বিকেল ৫টায় প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাস ওভারবিলিয়েতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মশেদ্য বক্তব্য রাখেন- প্রফেসর হালিমা আজিজি, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, ফ্রসে আভেক রাব্বানী প্রতিষ্ঠাতা কৌশিক রাব্বানী, আরিফুজ্জামান ইমন, এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, সদস্য তোফায়েল আহমেদ জয়নুল, হাবিবুর রহমান, মাসুম রিকাবদার, মোহাম্মদ আরাফাত রহমান, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান, মুতালিব চৌধুরী, মাহবুবুর রহমান ও নাসিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন- এম সি ইনস্টিটিউটের উচ্চতর আরবি ভাষা বিভাগের শিক্ষার্থীগণ। মতবিনিময় সভায় বক্তব্যে বলেন, এম সি ইনস্টিটিউট ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির জন্য আদর্শিক পরিবেশ গড়তে ভূমিকা রাখবে।
তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশীদের পূর্ণাঙ্গ দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। এমসি ইনস্টিটিউট ফ্রান্সের দ্বিতীয় ক্যাম্পাস প্রবাসীদের ছেলে-মেয়েদের দ্বিনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোর ও বয়স্ক নারী-পুরুষদের মাঝে ইসলামের নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা জাগ্রত রাখার জন্য গত ২০১৬ সালর ১০ মার্চ ফ্রান্সে বসবাসরত একদল নিবেদিত ও সাহসী মানুষের প্রচেষ্টায় যাত্রা শুরু করে এম সি ইনস্টিটিউট ফ্রান্স।

