
মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স

ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো বৃহস্পতিবার অভিবাসন সংক্রান্ত নতুন একটি সার্কুলার ইস্যু করেছেন। ফ্রান্সে বসবাস প্রশ্নে নতুন সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে ফরাসি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইন মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত আরোপ করা হয়েছে। গত ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ফ্রান্সের সবগুলো প্রশাসনিক দফতর তথা প্রেফেকচুরগুলোর কাছে সার্কুলারটি ইস্যু করেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো।
ইনফো মাইগ্র্যান্ট বাংলা’র সূত্র থেকে জানা গেছে, গত ২৪ জানুয়ারি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সেটি ব্যাখ্যা করেন রক্ষণশীল এল আর দলের এই নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করার পক্ষে মত দিয়ে আসছিলেন তিনি।
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে ‘সার্কুলার ভালস’। ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেছিলেন। নতুন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো নতুন সার্কুলার জারি করার মধ্যদিয়ে পূর্বের সারকুলারটি বাতিল করে দিলেন।
এখানে উল্লেখ্য, ‘সার্কুলার ভালস’ মূলত কোনো আইন ছিল না। এটি একটি আইনি নির্দেশনা যার মাধ্যমে ব্যতিক্রমী পদ্ধতিতে বৈধতা বা (এইএস)-এর আওতায় অনিয়মিত থেকে নিয়মিত হতেন ফ্রান্সে অবস্থানরত অভিবাসীরা। নতুন ও পুরাতন উভয় ক্ষেত্রেই অভিবাসীদের জন্য সার্কুলারগুলো সহজতর নয়। কারণ, এটির মাধ্যমে আবেদন প্রত্যাখাত হলে প্রেফেকচুর বা কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালে ৩৫ হাজার অনিয়মিত অভিবাসী চাকরি, পরিবারসহ বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার ভালস অনুসারে বৈধতা পেয়েছেন, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় স্থিতিশীল সংখ্যা।
নতুন সার্কুলারে কী কী বিধান রাখা হয়েছে: গত শুক্রবার বৃহত্তর প্যারিস অঞ্চলের ভের্সাই প্রেফেকচুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রুনো রোতাইয়ো বলেন, প্রেফেকচুরগুলোর প্রধানদের বিবেচনার ভিত্তিতে অভিবাসীরা নিয়মিত হবেন। এটির আওতায় বৈধতা স্বয়ংক্রিয় অধিকার হিসেবে বিবেচিত হয় না। এই ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়মিতকরণ আগের মতোই ‘ব্যতিক্রমী’ হিসেবে বিবেচিত হবে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ফ্রান্সে চার লাখ ৫০ হাজার অনথিভুক্ত অভিবাসীদের মধ্যে তিন লাখ ৩৪ হাজার ৭৩৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে এইএস প্রক্রিয়ায় নিয়মিত হয়েছে। যা অনথিভুক্ত অভিবাসীদের মোট সংখ্যার মাত্র ৮ ভাগেরও কম। নতুন এই আইন নিয়ে দেশটিতে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে প্রবাসীরা মনে করেন।

ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো বৃহস্পতিবার অভিবাসন সংক্রান্ত নতুন একটি সার্কুলার ইস্যু করেছেন। ফ্রান্সে বসবাস প্রশ্নে নতুন সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে ফরাসি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইন মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত আরোপ করা হয়েছে। গত ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ফ্রান্সের সবগুলো প্রশাসনিক দফতর তথা প্রেফেকচুরগুলোর কাছে সার্কুলারটি ইস্যু করেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো।
ইনফো মাইগ্র্যান্ট বাংলা’র সূত্র থেকে জানা গেছে, গত ২৪ জানুয়ারি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সেটি ব্যাখ্যা করেন রক্ষণশীল এল আর দলের এই নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করার পক্ষে মত দিয়ে আসছিলেন তিনি।
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে ‘সার্কুলার ভালস’। ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেছিলেন। নতুন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো নতুন সার্কুলার জারি করার মধ্যদিয়ে পূর্বের সারকুলারটি বাতিল করে দিলেন।
এখানে উল্লেখ্য, ‘সার্কুলার ভালস’ মূলত কোনো আইন ছিল না। এটি একটি আইনি নির্দেশনা যার মাধ্যমে ব্যতিক্রমী পদ্ধতিতে বৈধতা বা (এইএস)-এর আওতায় অনিয়মিত থেকে নিয়মিত হতেন ফ্রান্সে অবস্থানরত অভিবাসীরা। নতুন ও পুরাতন উভয় ক্ষেত্রেই অভিবাসীদের জন্য সার্কুলারগুলো সহজতর নয়। কারণ, এটির মাধ্যমে আবেদন প্রত্যাখাত হলে প্রেফেকচুর বা কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালে ৩৫ হাজার অনিয়মিত অভিবাসী চাকরি, পরিবারসহ বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার ভালস অনুসারে বৈধতা পেয়েছেন, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় স্থিতিশীল সংখ্যা।
নতুন সার্কুলারে কী কী বিধান রাখা হয়েছে: গত শুক্রবার বৃহত্তর প্যারিস অঞ্চলের ভের্সাই প্রেফেকচুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রুনো রোতাইয়ো বলেন, প্রেফেকচুরগুলোর প্রধানদের বিবেচনার ভিত্তিতে অভিবাসীরা নিয়মিত হবেন। এটির আওতায় বৈধতা স্বয়ংক্রিয় অধিকার হিসেবে বিবেচিত হয় না। এই ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়মিতকরণ আগের মতোই ‘ব্যতিক্রমী’ হিসেবে বিবেচিত হবে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ফ্রান্সে চার লাখ ৫০ হাজার অনথিভুক্ত অভিবাসীদের মধ্যে তিন লাখ ৩৪ হাজার ৭৩৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে এইএস প্রক্রিয়ায় নিয়মিত হয়েছে। যা অনথিভুক্ত অভিবাসীদের মোট সংখ্যার মাত্র ৮ ভাগেরও কম। নতুন এই আইন নিয়ে দেশটিতে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে প্রবাসীরা মনে করেন।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সংগঠিত সদস্যপদ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দলের ডিজিটাল রূপান্তর প্রবাসীদের সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে।
১৬ ঘণ্টা আগে
২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আগত পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৯২৯ জনে, যা গত বছরের তুলনায় ১২৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উপমন্ত্রীর ভাষায়, এই অর্জন আমাদের পারস্পরিক বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতার দৃঢ়তার প্রতিফলন।
৩ দিন আগে
জানা গেছে, অসুস্থ প্রবাসীর নাম মিকাইল, বাংলাদেশী পাসপোর্ট নম্বর- A05327242 । তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা গ্রামের বাসিন্দা। চাকুরীর সুবাদে তিনি মালয়েশিয়ার জোহরবারু রাজ্যে বসবাস করতেন। কিন্তু অসুস্থতার কারণে অনেক দিন যাবত ঠিক মতো কাজ করতে পারছিলেন না।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত জোহরান মামদানি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ভোট চলে রাত ৯টা পর্যন্ত। ভোট শুরুর মুহূর্ত থেকে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।
৪ দিন আগে