দিলারা জামানের সঙ্গে মুনমুন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৯: ৩৮

নতুন প্রজন্মের অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে দর্শকের মন জয় করেছেন তার স্বাভাবিক অভিনয় ও প্রাণবন্ত চরিত্র দিয়ে। ২০২১ সালে শেষবার কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করা মুনকে এবার সাগর জাহানের পরিচালনায় আরটিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক ‘বিদেশ ফেরত’-এ দেখা যাচ্ছে।

এবার মুনমুনের জন্য বিশেষ উচ্ছ্বসিত মুহূর্ত হলো অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পাওয়া। এ প্রজন্মের প্রায় সব শিল্পীরই স্বপ্ন বা আকাঙ্ক্ষা থাকে গুণী এ অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো ‘দাদির ভাগ’ নাটকে। এটি একটি সাত পর্বের ধারাবাহিক নাটক, গল্প ভাবনা দিয়েছেন জামিল হোসেন, রচনা করেছেন বিদ্যুৎ রায় এবং পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।

বিজ্ঞাপন

নাটকটি প্রচার হবে জামিল হোসেনের ইউটিউব চ্যানেলে। নাটকে মুনমুন ও জামিল হোসেন দিলারা জামানের নাতনি-নাতির চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন নরেশ ভূঁইয়া, রেশমা আহমেদ, মম শিউলী, আমিন আজাদ, সূচনা।

মুনমুন আহমেদ মুন বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের নাটক-সিনেমার গর্ব। তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল আমার। জামিল হোসেনের কারণে সে স্বপ্ন পূরণ হয়েছে এবং আমি তার নাতনির চরিত্রে অভিনয় করতে পেরেছি। তার আদর, মায়া ও সাধারণভাবে থাকা আমাকে মুগ্ধ করেছে। সত্যিই তার সঙ্গে কাজ করা আমার জীবনের বড় প্রাপ্তি।’

অন্যদিকে দিলারা জামান বলেন, ‘দাদির ভাগ নাটকের গল্পটা সত্যিই সুন্দর। এ ইউনিটের সবাই এত আন্তরিক ছিল যে কোনো কষ্ট পেলাম না। মুনমুন খুবই মিষ্টি ও মনোরম অভিনেত্রী, আমি আশা করি তার স্বপ্ন পূরণ হবে এবং সে বড় শিল্পী হবে। তাকে আমি সব সময় আমার নাতনির মতোই মনে রাখব।’ এছাড়া দিলারা জামান নিয়মিত অভিনয় করছেন কায়সার আহমেদের দীপ্ত টিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক ‘বকুলপুর’-এ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত