বিনোদন রিপোর্টার
বাংলাদেশের রক সংগীতের অন্যতম ব্যান্ড ওয়ারফেজ। এ ব্যান্ড গত বছর জুনে উদ্যাপন করেছে তাদের পথচলার চার দশক। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ ব্যান্ড দেশের ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং রক ধারার জনপ্রিয়তাকে উচ্চতায় পৌঁছে দিয়েছে।
চার দশকের এ গৌরবোজ্জ্বল যাত্রাকে স্মরণীয় করে রাখতে দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু তখনই ঘোষণা দিয়েছিলেন, বছরজুড়ে দেশ ও বিদেশের বিভিন্ন শহরে আয়োজিত হবে বিশেষ কনসার্ট ও লাইভ শো।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে ওয়ারফেজ এক মাসব্যাপী অস্ট্রেলিয়া সফর সম্পন্ন করেছে, যেখানে সিডনি, মেলবোর্নসহ একাধিক শহরে সংগীতপ্রেমীরা উপভোগ করেছে তাদের জনপ্রিয় গান। এবার আরো বড় আয়োজন নিয়ে দুই মাসব্যাপী কানাডা সফরে যাচ্ছে ব্যান্ডটি। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওয়ারফেজ কেবল একটি ব্যান্ড নয়, বরং বাংলাদেশের রক ঐতিহ্যের প্রতীক। চার দশকের এ যাত্রা উদ্যাপন করতে আমরা কানাডার মঞ্চে এক অনন্য অভিজ্ঞতার আয়োজন করছি। এ সফর শুধু একটি কনসার্ট নয়, বরং ইতিহাসের অংশ হতে যাচ্ছে।’
ওয়ারফেজের কানাডা সফর শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর অন্টারিও প্রদেশের লন্ডন শহরের কনসার্ট দিয়ে। এরপর টানা এক মাস ধরে তারা গান পরিবেশন করবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর) ও অটোয়ায় (২৭ সেপ্টেম্বর)। আগামী ৩ অক্টোবর উইনিপিগে শেষ কনসার্টের মাধ্যমে সমাপ্তি হবে এ সফরের। প্রতিটি কনসার্টে ওয়ারফেজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন কিছু চমকও অপেক্ষা করছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুধু ওয়ারফেজ নয়, একই সময় বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্কও কানাডায় সংগীত পরিবেশনের প্রস্তুতি নিচ্ছে। আগস্টের শেষ থেকে শুরু করে পুরো সেপ্টেম্বর জুড়ে আর্ক ব্যান্ড কানাডার বিভিন্ন শহরে পারফর্ম করবে। এর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হবে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫, যা অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর স্কারবোরো অন্টারিওতে। এ উৎসবে আর্কের পাশাপাশি মঞ্চ মাতাবে ব্যান্ড শিরোনামহীনও।
বাংলাদেশের রক সংগীতের অন্যতম ব্যান্ড ওয়ারফেজ। এ ব্যান্ড গত বছর জুনে উদ্যাপন করেছে তাদের পথচলার চার দশক। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ ব্যান্ড দেশের ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং রক ধারার জনপ্রিয়তাকে উচ্চতায় পৌঁছে দিয়েছে।
চার দশকের এ গৌরবোজ্জ্বল যাত্রাকে স্মরণীয় করে রাখতে দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু তখনই ঘোষণা দিয়েছিলেন, বছরজুড়ে দেশ ও বিদেশের বিভিন্ন শহরে আয়োজিত হবে বিশেষ কনসার্ট ও লাইভ শো।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে ওয়ারফেজ এক মাসব্যাপী অস্ট্রেলিয়া সফর সম্পন্ন করেছে, যেখানে সিডনি, মেলবোর্নসহ একাধিক শহরে সংগীতপ্রেমীরা উপভোগ করেছে তাদের জনপ্রিয় গান। এবার আরো বড় আয়োজন নিয়ে দুই মাসব্যাপী কানাডা সফরে যাচ্ছে ব্যান্ডটি। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওয়ারফেজ কেবল একটি ব্যান্ড নয়, বরং বাংলাদেশের রক ঐতিহ্যের প্রতীক। চার দশকের এ যাত্রা উদ্যাপন করতে আমরা কানাডার মঞ্চে এক অনন্য অভিজ্ঞতার আয়োজন করছি। এ সফর শুধু একটি কনসার্ট নয়, বরং ইতিহাসের অংশ হতে যাচ্ছে।’
ওয়ারফেজের কানাডা সফর শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর অন্টারিও প্রদেশের লন্ডন শহরের কনসার্ট দিয়ে। এরপর টানা এক মাস ধরে তারা গান পরিবেশন করবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর) ও অটোয়ায় (২৭ সেপ্টেম্বর)। আগামী ৩ অক্টোবর উইনিপিগে শেষ কনসার্টের মাধ্যমে সমাপ্তি হবে এ সফরের। প্রতিটি কনসার্টে ওয়ারফেজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন কিছু চমকও অপেক্ষা করছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুধু ওয়ারফেজ নয়, একই সময় বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্কও কানাডায় সংগীত পরিবেশনের প্রস্তুতি নিচ্ছে। আগস্টের শেষ থেকে শুরু করে পুরো সেপ্টেম্বর জুড়ে আর্ক ব্যান্ড কানাডার বিভিন্ন শহরে পারফর্ম করবে। এর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হবে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫, যা অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর স্কারবোরো অন্টারিওতে। এ উৎসবে আর্কের পাশাপাশি মঞ্চ মাতাবে ব্যান্ড শিরোনামহীনও।
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
১৫ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১ দিন আগে