আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘এই রাত তোমার আমার’-এ সোহেল মেহেদী, সঙ্গে লাবণ্য

বিনোদন রিপোর্টার

‘এই রাত তোমার আমার’-এ সোহেল মেহেদী, সঙ্গে লাবণ্য

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী দীর্ঘদিন ধরেই পেশাগতভাবে গান গাওয়ার সাথে সম্পৃক্ত। ‘মেঘের ভাজে ভাজে’, ‘প্রাণ সখী’, ‘বলা হলো না’, ‘ভালোবাসি বলবো তোকে’, ‘বারে বারে মনে পড়ে’, ‘চোখেরই জলে’, ‘আমি এই জনমে’, ‘তুমি আমার দুঃখ সুখের’, ‘অন্তর জ্বলে’, ‘শুভদৃষ্টি’, ইত্যাদি গান তার কণ্ঠের শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। এই সময়ে এসে স্টেজ শোতে সোহেল মেহেদী আরো ব্যস্ত হয়ে উঠেছেন।

এক বছর আগে সোহেল মেহেদী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘বীরের বেশে আসবে ফিরে’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। গানটি লিখেছেন মো. রেজাউল কবির, সুর সঙ্গীত করেছেন ফিরোজ প্লাবন কিবরিয়া। এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

এদিকে এরইমধ্যে আরটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। তারসঙ্গে গেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য, যিনি একাধারে গায়িকা-উপস্থাপিকা ও নৃত্যশিল্পী।

‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে সোহেল মেহেদী গেয়েছেন খালিদ হাসান মিলুর কণ্ঠের জনপ্রিয় গান ‘কতদিন দেহিনা মায়ের মুখ’ ও ‘শুধু একবার শুধু একবার’ এবং তপন চৌধুরীর ‘আলো ভেবে যারে আমি’ ও ‘কান্দো ক্যানে মন’ গানগুলো।

ইয়াসমিন লাবন্য গেয়েছেন মিতালী মুখার্জির ‘আবার কখন কবে দেখা হবে বলো’, ‘শ্রাবণ এ সন্ধ্যায় মন যে অসহায়’, সাবিনা ইয়াসমিনের ‘আমি শ্রাবণ কে যে ভালোবাসি’ ও আরতি মুখার্জির ‘আমি না বলে এসেছিল তা বলে ভেবোনা’ গানগুলো।

‘এই রাত তোমার আমার’-এ গান গাওয়া প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘এর আগেও এই আয়োজনে গান গেয়েছি। এবারের আয়োজনে শ্রদ্ধেয় মিলু ভাই ও তপন দাদার গাওয়া জনপ্রিয় চারটি গান গাইবার চেষ্টা করেছি। আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’

ইয়াসমিন লাবণ্য বলেন, ‘একই অনুষ্ঠানে কিছুদিন আগে আমি শ্রদ্ধেয় চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিন ম্যাডামের গান গেয়েছিলাম। আর এবারের আয়োজনেও তিনজন বরেণ্য শিল্পীর গান গেয়েছি। আমি খুব আশাবাদী এবারের আয়োজন নিয়েও।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন