পাকিস্তানের বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশ-এর আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন তিনি।
ঢাকায় এসেই সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরপর ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে বাংলাদেশের আয়োজন সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘তোমার ভালোবাসা এবং সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ।’ এ থেকে বোঝা যায় বাংলাদেশে এসে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি।
এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রিয় এই তারকা। এ সময় সানসিল্কের কিছু শর্ত পূরণ করে অনেক সাধারণ মানুষও হানিয়ার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান।
সফর শেষে রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান এই গ্ল্যামার গার্ল। এ সময় বাংলাদেশের মানুষ ও খাবারের প্রশংসা করে হানিয়া আমির ভেরিফায়েড ফেসবকু পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘আসসালাম ও আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।‘

