গাজায় শহীদ সাংবাদিকদের স্মরণে দৃকে প্রদর্শনী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪১

গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের সুরক্ষা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ইসরাইলি অপরাধের দায়মুক্তির অবসানের আহ্বান জানিয়ে গতকাল ১ সেপ্টেম্বর রিপোর্টারস উইদআউট বর্ডার্স ও আভাজ আন্তর্জাতিক সংহতি পালনের ঘোষণা দেয়। এর ধারাবাহিকতায় সংহতি প্রকাশ করে দৃক পিকচার লাইব্রেরিও রাজধানীর পান্থপথে, দৃকপাঠ ভবনে চলমান গাজা গণহত্যায় নিহত ২৩২ জন শহীদ সাংবাদিকদের স্মরণে একটি প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীটি গতকাল সোমবার দৃকপাঠ ভবনে সকাল ১০টায় উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীটি ২০২৪ সালের নভেম্বরে আয়োজিত ‘গাজা হলোকস্ট: কিলিং দ্য ট্রুথ টেলার্স’ প্রদর্শনীর সিরিজের তৃতীয় প্রদর্শনী।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনে ঢাকা সফররত দুই ফিলিস্তিনি সাংবাদিক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার মিডিয়া ইনিশিয়েটিভসের ব্যবস্থাপক মোনতাসের মারাই ও আল জাজিরা মিডিয়া ইনস্টিটিউটের বেলাল মারজুক এই প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রদর্শনীতে লাল পটভূমিতে সাদা রঙে লেখা হয়েছে গাজায় হত্যাকাণ্ডের শিকার প্রত্যেক শহীদ সাংবাদিকের নাম। দৃকপাঠ ভবনের চারপাশে, সীমানা দেয়ালে গভীর শ্রদ্ধায় তাদের নাম সংযুক্ত করা হয়েছে। ভবনের প্রবেশপথের ভেতরে একটি ব্যানারে লেখা আছে, ‘ফিলিস্তিনিরা আমাদের শিখিয়েছে প্রকৃত সাংবাদিকতা কী। গণহত্যাকে অস্বীকারকারী পশ্চিমা গণমাধ্যমের জন্য লজ্জার।’

প্রদর্শনীর আরেকটি পোস্টারে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে, গাজায় গণহত্যার পক্ষপাতিত্ব করা প্রভাবশালী পশ্চিমা সংবাদমাধ্যম গোষ্ঠীর বিচারের আহ্বান জানানো হয়েছে।

গাজায় শহীদ সাংবাদিকদের স্মরণে প্রদর্শনী প্রদর্শন করে আল জাজিরা-র সাংবাদিক মোনতাসের মারাই বলেন, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। সত্য প্রকাশের জন্য যারা তাদের জীবন দিয়েছেন তাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত