আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খেজুর-বাদামের মিষ্টিমুখে মসজিদে বিয়ে করলেন শবনম ফারিয়া

বিনোদন রিপোর্টার
খেজুর-বাদামের মিষ্টিমুখে মসজিদে বিয়ে করলেন শবনম ফারিয়া

বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। মসজিদে খেজুর ও বাদাম দিয়ে মিষ্টিমুখ করিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। নতুন জীবনে তাকে শুভকামনা জানাচ্ছেন সবাই।

বিজ্ঞাপন

শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়। তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’

ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।’

এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে প্রেম করে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাস পরই সম্পর্কে ফাটল ধরে। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন