জহির রায়হানের ৯০তম জন্মবার্ষিকীর আয়োজন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০: ০০

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রযোদ্ধা, সাহিত্যিক, শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ৯০তম জন্মবার্ষিকী আজ ১৯ আগষ্ট ২০২৫। এ উপলক্ষ্যে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট আয়োজন করেছে ‘বাঙালীর স্বাধিকার আন্দোলনে চলচ্চিত্রকার জহির রায়হানের দর্শন ও সংগ্রাম’ শীর্ষক প্রবন্ধ উত্থাপন, আবৃত্তি সংগীত আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী।

আয়োজনে প্রবন্ধ উত্থাপন করবেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন। আলোচনা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং জহির রায়হান পূত্র অনল রায়হান।

বিজ্ঞাপন

চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার জহির রায়হানকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত