ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে সালমান শাহ ভক্তরা

আফসানা খানম আশা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৮: ১২

‘দাবি আমাদের একটাই, সালমান হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’—স্লোগানে, স্লোগানে মুখরিত ছিল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যার দ্রুত বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সালমান শাহ ভক্তরা।

ব্যানার, পোস্টার ও সালমান শাহর ছবি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত সালমান ভক্ত ও শুভানুধ্যায়ীদের স্লোগানে পুরো প্রেস ক্লাব এলাকা যেন পরিণত হয় এক শোকাভিভূত প্রতিবাদের মিছিলে। কেউ সালমান শাহের ছবি নিয়ে, কেউ প্ল্যাকার্ড নিয়ে, কেউ ভিউকার্ড নিয়ে আর কেউবা নিজেই সালমান শাহ সেজে এসেছেন মানববন্ধনে।

বিজ্ঞাপন

সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। তাই তারা বিচারের দাবিতে এখানে এসেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার চাইতে। মামলার ১০ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডনকে এখনো গ্রেপ্তার করা হয়নি।’

বক্তারা আরো বলেন, ‘অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরণ অনশনেও যেতে প্রস্তুত আমরা।’

ভক্ত মোহাম্মাদ ফয়েজ বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের সালমান শাহ আত্মহত্যা করেনি। তাকে খুনকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিল। আসামিরা কখনোই সত্য প্রকাশ করতে চায়নি, বরং তদন্তে বাধা দিয়েছে। অবশেষে গত ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে রমনা থানাকে তদন্তের দায়িত্ব দেন। আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

ভক্ত সাজিদ কামাল বলেন, ‘আমরা ভক্তবৃন্দরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সালমান শাহ হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারকার্য অতি দ্রুত সম্পন্ন করা হোক। অদৃশ্য ক্ষমতাবলে আসামিরা যেন পার পেয়ে না যায়।’

সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্য সোহান বলেন, ‘আমাদের আলমগীর কুমকুম মামা বলেছেন প্রয়োজনে এই মামলা আন্তর্জাতিক আদালতে— এমনকি আমেরিকা পর্যন্ত নিয়ে যাবেন। যতক্ষণ না সালমান শাহর হত্যাকারীরা আইনের আওতায় আসে, ততক্ষণ তার আত্মা শান্তি পাবে না।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। ২৯ বছর পর নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নতুন করে যুক্ত হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য, যা তদন্তে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন তার ভক্তরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত