রয়েছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা

কূটনীতিক না হয়েও শাহরুখের পাসপোর্ট লাল!

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৬: ৪৭
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৭: ৫৯

দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। বর্তমানে বিশ্বজুড়ে চার ধরনের পাসপোর্ট রয়েছে, এর মধ্যে একটি লাল। এ রঙের পাসপোর্ট সচরাচর কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়। কিন্তু কূটনীতিক বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা না হয়েও লাল পাসপোর্ট রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের কাছে। কেন এ অভিনেতার কাছে লাল পাসপোর্ট তা নিয়ে আলোচনার শেষ নেই।

আসলে না, শাহরুখ খান কোনোরকম সরকারি কর্মীও নন, বা বিদেশ মন্ত্রকের কূটনৈতিক কর্মকর্তাও নন। তবে তার এই লাল পাসপোর্টের পিছনে রহস্য রয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে, আসলে ভারতীয় সিনেমা জগতে তার অবদান এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্যই তাকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

ভারত সরকার অনেক সময় বিশেষ কিছু ব্যক্তিকে সম্মান হিসেবে এই পাসপোর্ট দেয়, যারা দেশের অবদানে ভূমিকা রাখে। আর এই সমস্ত ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশে অনায়াসে যাতায়াত করতে পারে, কোনোরকম ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়াই।

শুধু ভারত সরকারের কূটনৈতিক পাসপোর্টই নয়, বরং শাহরুখ খান সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসারও অধিকারী। হ্যাঁ, তার কাছে দুবাইয়ের গোল্ডেন ভিসাও রয়েছে। আর এই ভিসার মাধ্যমে তিনি আরব আমিরাতে দীর্ঘ সময় ধরে বসবাস করতে পারেন এবং বাণিজ্যিক সুবিধাও পান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত