আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘কালবেলা’র পুলিশ অফিসারের ভূমিকায় অলংকার

বিনোদন রিপোর্টার

‘কালবেলা’র পুলিশ অফিসারের ভূমিকায় অলংকার

সাম্প্রতিক সময়ে আশরাফ ব্যাকুল রচিত ও পরিচালিত ‘কালবেলা’ নাটকে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী অলংকার চৌধুরী। এএসপি সুমাইয়া রূপা’র ভূমিকায় তার দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করছে। নাটকটি গত ২৪ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশের পরই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘আমার বিশ্বাস ছিলো নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে। কারণ একজন শিল্পী হিসেবে কাজ করার সময় অন্তত এতটুকু বুঝতে পারি কোন কাজটা ভালো হচ্ছে, কোন কাজটা বেশি ভালো হচ্ছে। আশরাফ ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি খুব যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। বলা যায় তার প্রতিটি নাটকে অভিনয় করে আমি বেশ সাড়া পেয়েছি। ‘কালবেলা’ নাটকে অভিনয় করেও আমি বেশ সাড়া পেয়েছি। একজন পুলিশ অফিসারের ভূমিকায় যতটা সচেতনভাবে নিজের চরিত্রে অভিনয় করা যায়, সংলাপ বলা যায় এবং নিজেকে যতেটা পারফেক্টলি উপস্থাপন করা যায় আমি সেই চেষ্টাটাই করেছি শতভাগ। আশা করা যায়, এই নাটকের দর্শকপ্রিয়তা আরো অনেক বাড়বে। দর্শকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো।’

বিজ্ঞাপন

অভিনয়ের প্রতি অলংকারের দিন দিন ভালোলাগা বেড়ে যাচ্ছে। যে কারণে এখন গল্পের প্রতি যেমন আরো মনোযোগী হয়ে উঠার চেষ্টা করছেন ঠিক তেমনি চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও বেশ ভাবছেন তিনি। অলংকার আরো বলেন, ‘আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সৌমিত্র ঘোষ ইমন দাদার প্রতি। তার কারণে এবং আমার শতভাগ চেষ্টায় আজকের আমার আমি হয়ে উঠা।’

সৌমিত্র ঘোষ ইমনের হাত ধরে ইমরান ও বৃষ্টির গাওয়া ‘বায়না’ গানে একজন মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে অলংকার চৌধুরীর যাত্রা শুরু হয়। সাম্প্রতিক সময়ে অলংকার আঁখি আলমগীরের ‘জানের জান’, তশিবার ‘দিলের টুকরা’ ও আকাশ মাহমুদ-কলি সরকারের ‘পাগলা পাগলী’ গানে দারুণ পারফর্ম করে আলোচনায় রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন