শ্রীলংকায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমার শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন টলিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমার পুরো টিম বর্তমানে শ্রীলংকায় অবস্থান করছে। শুরুর দিকে সিনেমাটির নায়ক-নায়িকা চরিত্রে বিভিন্ন নাম আসে। প্রথমে শোনা যায় শাকিব খানের কথা। পরে আসে সিয়ামের নাম। আবার সিয়ামের বিপরীতে টলিউডের নায়িকা ইধিকা পাল অভিনয় করছেন, এমন কথাও প্রচার হয়।
এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘কী করে এ গুঞ্জন ছড়াল জানি না। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী ইধিকা মানানসই নন। মানালে ইধিকাকেই নিতাম। তাহলে তাকে সরিয়ে দ্বিতীয় কাউকে নির্বাচনের বিষয়টিই থাকত না।’
হৃদয়ের ভাষ্য হলো, গল্প অনুযায়ী ছবির নায়িকা শহরের বাসিন্দা ও আধুনিক। পাশ্চাত্য ঘরানায় শিক্ষিত। আচরণেও রয়েছে তার ছায়া। সেজন্যই সুস্মিতাকে বেছে নিয়েছেন হৃদয়। ভারতেও এ ছবির শুটিং হবে, এমন কথা শুরুতেই শোনা যায়।
হৃদয় বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক আদান-প্রদান বহু যুগের। এ কারণেই দুই দেশের অভিনেতারা ভারত ও বাংলাদেশের ছবিতে অভিনয় করেন। দুই বাংলা থেকে ভালোবাসাও পান। এ আদান-প্রদানে সাময়িক ছেদ পড়েছে। তাতে আমাদের মন খারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলংকার নাম। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব বিবেচনায় তাই শ্রীলংকায়ই শুটিং হচ্ছে।’
মেহেদী হাসান হৃদয় আশা প্রকাশ করেন, শিগগির এ সংকট কেটে যাবে। অবশ্য তিনি শুরুতেই ভারতের পাশাপাশি শ্রীলংকায়ও শুটিং করার প্রস্তুতি রেখেছিলেন। সেজন্য স্পটও দেখে আসেন। রাক্ষস সিনেমার কয়েকটি গানের শুটিং মালয়েশিয়ায় হওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

