বিনোদন রিপোর্টার
নিজের মিষ্টি আর সুরেলা কণ্ঠ দিয়েই গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু ২০১৭তে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে অংশগ্রহণ করে। সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের পরপরই শ্রাবণীর প্রথম মৌলিক গান ‘বৈশাখ এলো রে’ প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন বাবু, সুর ও সংগীত করেছিলেন হৃদয়।
এরপর শ্রাবণীর কণ্ঠে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়। সবশেষ কয়েক মাস আগে তার কণ্ঠে প্রকাশিত হয় ‘না বলা কতো কথা’ শিরোনামের একটি গান। এ গানে শ্রাবণী যেন নিজেকে আরো ম্যাচিউরড প্রমাণ করেছেন। গানের মিউজিক ভিডিওতেও শ্রাবণী নিজেকে এতটা সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে, তাকে অভিনয়েও নিয়মিত হওয়ার কথা বলেছেন অনেকে। ‘না বলা কতো কথা’ গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং।
এদিকে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শ্রাবণীর কণ্ঠে ‘ভুল মানুষ’ শিরোনামের আরো একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ।
গান শেখা প্রসঙ্গে শ্রাবণী বলেন, ‘খুব ছোটবেলায় আমার বাবা গণেশ মোহন্তের কাছেই আমার গানে হাতেখড়ি। এরপর আরো বহু ওস্তাদের কাছেই তালিম নেওয়া হয়েছে। এখন বিশ্বভারতীতে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বিষয়ে পড়াশোনা করছি। বহু সাক্ষাৎকারে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম কিংবা সাবিনা ইয়াসমিন ম্যাডামকে বলতে শুনেছি যে, গানে আসলে চর্চা বা অধ্যবসায়ের বিকল্প নেই। আমি এ কথাটি মাথায় রেখেই গানের ভুবনে পথ চলছি। গানের নিয়মিত চর্চা থেকে নিজেকে কখনো সরিয়ে রাখিনি।’
গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গান ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসলে আমার ভাবনা নেই। আমার অতীতটা জুড়ে যেমন গানই ছিল, বর্তমানটাও গানকে ঘিরে; আমার আগামীটাও গানে গানেই এগিয়ে যাওয়া হবে। আমি কৃতজ্ঞ যারা আমাকে নিয়মিত মৌলিক নতুন নতুন গান করার সুযোগ করে দিচ্ছেন। কৃতজ্ঞ আমার মা নমিতা রানীর কাছে। কারণ তিনি আমার জন্য অনেক কষ্ট করেন।’
শ্রাবণী প্রথম প্লে-ব্যাক করেন ‘ডেডবডি’ সিনেমায় ‘জান রে’ শিরোনামের গানে।
নিজের মিষ্টি আর সুরেলা কণ্ঠ দিয়েই গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু ২০১৭তে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে অংশগ্রহণ করে। সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের পরপরই শ্রাবণীর প্রথম মৌলিক গান ‘বৈশাখ এলো রে’ প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন বাবু, সুর ও সংগীত করেছিলেন হৃদয়।
এরপর শ্রাবণীর কণ্ঠে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়। সবশেষ কয়েক মাস আগে তার কণ্ঠে প্রকাশিত হয় ‘না বলা কতো কথা’ শিরোনামের একটি গান। এ গানে শ্রাবণী যেন নিজেকে আরো ম্যাচিউরড প্রমাণ করেছেন। গানের মিউজিক ভিডিওতেও শ্রাবণী নিজেকে এতটা সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে, তাকে অভিনয়েও নিয়মিত হওয়ার কথা বলেছেন অনেকে। ‘না বলা কতো কথা’ গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং।
এদিকে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শ্রাবণীর কণ্ঠে ‘ভুল মানুষ’ শিরোনামের আরো একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ।
গান শেখা প্রসঙ্গে শ্রাবণী বলেন, ‘খুব ছোটবেলায় আমার বাবা গণেশ মোহন্তের কাছেই আমার গানে হাতেখড়ি। এরপর আরো বহু ওস্তাদের কাছেই তালিম নেওয়া হয়েছে। এখন বিশ্বভারতীতে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বিষয়ে পড়াশোনা করছি। বহু সাক্ষাৎকারে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম কিংবা সাবিনা ইয়াসমিন ম্যাডামকে বলতে শুনেছি যে, গানে আসলে চর্চা বা অধ্যবসায়ের বিকল্প নেই। আমি এ কথাটি মাথায় রেখেই গানের ভুবনে পথ চলছি। গানের নিয়মিত চর্চা থেকে নিজেকে কখনো সরিয়ে রাখিনি।’
গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গান ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসলে আমার ভাবনা নেই। আমার অতীতটা জুড়ে যেমন গানই ছিল, বর্তমানটাও গানকে ঘিরে; আমার আগামীটাও গানে গানেই এগিয়ে যাওয়া হবে। আমি কৃতজ্ঞ যারা আমাকে নিয়মিত মৌলিক নতুন নতুন গান করার সুযোগ করে দিচ্ছেন। কৃতজ্ঞ আমার মা নমিতা রানীর কাছে। কারণ তিনি আমার জন্য অনেক কষ্ট করেন।’
শ্রাবণী প্রথম প্লে-ব্যাক করেন ‘ডেডবডি’ সিনেমায় ‘জান রে’ শিরোনামের গানে।
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
১৬ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১ দিন আগে