বিনোদন ডেস্ক
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার নাটক ‘হরবোলা’। এই ‘হরবোলা’ নাটক নিয়ে কথা বলেছেন সুমনা ইয়াসমিন। যদিও এর আগে কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেত্রী। সেখান থেকে নাটকটির পরিচালক ইবনে জোবায়ের তাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন।
বিনোদন জগতের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন। এর সুবাদে অভিনয় জগতে প্রবেশ। তার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। কলেজ পর্যন্ত কোনাবাড়ীতেই পড়াশোনা করেছেন তিনি। এখন একটি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত অভিনেত্রী।
সুমনা ইয়াসমিন বলেন, নাটকের গল্পটা একদম ভিন্ন রকম। আমার মনে হচ্ছিল, একই রকম চরিত্রে কাজ না করে আমার বিভিন্ন ধরনের চরিত্রে চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকে কাজটা নিয়ে আগ্রহী হই। নাটকটি অনেকে পছন্দ করেছেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকে মফস্বলের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। পুরোনো দিনের গল্প তুলে ধরা হয়েছে। আমার পুরোনো দিনের গল্প ভালো লাগে। বিশেষ করে আশি, নব্বইয়ের দশকের জিনিসগুলো আমাকে আকৃষ্ট করে। পরিচালক রুবেল আনুশ ভাইয়া যখন গল্পটা শেয়ার করেন, তখন বলি— এ রকম গল্পই চাচ্ছিলাম।
সুমনা বলেন, আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিওচিত্রে কাজের প্রস্তাব পাই। এ বছরই কাজটি এসেছে।
এরপর ফেব্রুয়ারিতে আমার প্রথম নাটক পাঁজর ৩ আসে। এখন পর্যন্ত চারটা নাটকে কাজ করেছি। ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা জানান অভিনেত্রী। বলেন আমি অত বেশি অ্যাম্বিশাস না। মানুষ আমার কাজ পছন্দ করলে কাজটা করে যাওয়ার ইচ্ছা আছে।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার নাটক ‘হরবোলা’। এই ‘হরবোলা’ নাটক নিয়ে কথা বলেছেন সুমনা ইয়াসমিন। যদিও এর আগে কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেত্রী। সেখান থেকে নাটকটির পরিচালক ইবনে জোবায়ের তাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন।
বিনোদন জগতের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন। এর সুবাদে অভিনয় জগতে প্রবেশ। তার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। কলেজ পর্যন্ত কোনাবাড়ীতেই পড়াশোনা করেছেন তিনি। এখন একটি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত অভিনেত্রী।
সুমনা ইয়াসমিন বলেন, নাটকের গল্পটা একদম ভিন্ন রকম। আমার মনে হচ্ছিল, একই রকম চরিত্রে কাজ না করে আমার বিভিন্ন ধরনের চরিত্রে চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকে কাজটা নিয়ে আগ্রহী হই। নাটকটি অনেকে পছন্দ করেছেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকে মফস্বলের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। পুরোনো দিনের গল্প তুলে ধরা হয়েছে। আমার পুরোনো দিনের গল্প ভালো লাগে। বিশেষ করে আশি, নব্বইয়ের দশকের জিনিসগুলো আমাকে আকৃষ্ট করে। পরিচালক রুবেল আনুশ ভাইয়া যখন গল্পটা শেয়ার করেন, তখন বলি— এ রকম গল্পই চাচ্ছিলাম।
সুমনা বলেন, আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিওচিত্রে কাজের প্রস্তাব পাই। এ বছরই কাজটি এসেছে।
এরপর ফেব্রুয়ারিতে আমার প্রথম নাটক পাঁজর ৩ আসে। এখন পর্যন্ত চারটা নাটকে কাজ করেছি। ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা জানান অভিনেত্রী। বলেন আমি অত বেশি অ্যাম্বিশাস না। মানুষ আমার কাজ পছন্দ করলে কাজটা করে যাওয়ার ইচ্ছা আছে।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৩ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৪ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৫ ঘণ্টা আগে