বিনোদন ডেস্ক
বিশ্বব্যাপী মুসলিম দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক সিরিজ কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক ওজচিভিত। সিরিজের ছয়টি সিজনে টানা উসমান গাজীর ভূমিকায় অভিনয়ের পর এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে বিস্ময় ও আলোচনা।
তুরস্কের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, বোরাক ওজচিভিত কুরুলুস উসমানের সপ্তম সিজনের জন্য প্রতি পর্বে ৪০ লাখ তুর্কি লিরা পারিশ্রমিক দাবি করেন, যা বর্তমান প্রযোজনা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম মেনে নিতে অপারগতা প্রকাশ করে।
বোরাক ওজচিভিত নিজেই সোশ্যাল মিডিয়ায় এক বিদায়ী বার্তায় লেখেন, ‘বিদায় জানানো একটি মহৎ গুণ। ছয় বছরের পরিশ্রম ও ভালোবাসাকে ঘিরে যারা নানা ধরনের ধারণা তৈরি করেছেন, তাদের আমি বিদায় জানাচ্ছি; আর দর্শকদের জানাচ্ছি কৃতজ্ঞতা।’
সে সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কুরুলুস উসমান ও বোজদাগ ফিল্মকে আনফলো করার পাশাপাশি কুরুলুস উসমান-সংক্রান্ত সব পোস্টও সরিয়ে ফেলেন এই অভিনেতা। এমন পরিস্থিতিতে কুরুলুস উসমানের সপ্তম সিজন আদৌ আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না দিলেও সোশ্যাল মিডিয়া থেকে এ বিষয়ে মোটাদাগে দুটি সম্ভাবনার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে। যার একটিতে বলা হচ্ছে, সপ্তম সিজনে টাইম জাম্প ঘটিয়ে বোরাকের পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে দিয়ে উসমান চরিত্রে ফেরত আনা হবে; অথবা উসমান যুগ শেষ করে সরাসরি তার ছেলে ওরহান গাজীর ওপর ভিত্তি করে নতুন একটি সিরিজ শুরু করা হবে। এ প্রসঙ্গে তিনজন সম্ভাব্য অভিনেতার নাম ঘুরছে প্রযোজনা টেবিলে। তবে শিল্প-সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিনেতাকে নিয়ে মূলত নতুন ‘ওরহান গাজী’ সিরিজ বিষয়ে আলোচনা চলছে। টাইম জাম্প করে উসমানকে নতুন মুখে দেখানোর সম্ভাবনা খুবই কম।
এদিকে বোরাক ওজচিভিতের এই বিদায়ে ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ছয় বছর ধরে উসমান গাজীর চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে।
অধিকাংশ সোশ্যাল মিডিয়া পোস্টের ভাষ্যমতে, ‘ছয় বছরের নিবেদন, ঘাম আর পরিশ্রম দিয়ে বোরাক উসমান গাজীর চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। তার বিদায় এক বড় শূন্যতা তৈরি করবে।’
অনেকে মনে করেন, ‘বোরাক ছিল উসমান চরিত্রের প্রাণ। তাকে বাদ দিলে সিরিজ আর আগের মতো প্রাণবন্ত থাকবে না।’সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগে ‘বিদায় ওসমান’ও ‘বোরাক ওজচিভিত’লেখা হচ্ছে, যার মাধ্যমে ভক্তরা তাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।
উল্লেখ্য, দিরিলিস আরতুগ্রুল সিরিজের অসামান্য সাফল্যের পর ২০১৯ সালে শুরু হয় তার সিকুয়েল সিরিজ কুরুলুস উসমান। উসমান গাজীর উত্থান এবং উসমানী সালতানাতের সূচনার এই মহাগাথা শুরু থেকেই দর্শক হৃদয় জয় করে নেয়। বোরাক ওজচিভিতের অসাধারণ অভিনয়, ঐতিহাসিক আবহ আর তুর্কি সংস্কৃতির অনুপম উপস্থাপনা এই সিরিজকে পরিণত করে এক আন্তর্জাতিক ফেনোমেনায়।
বিশ্বজুড়ে তুর্কি সিরিজপ্রেমীদের পাশাপাশি বাংলাদেশেও সিরিজটির রয়েছে বিপুল ভক্তকুল। অনেকে সাবটাইটেলসহ মূল ভাষায় দেখেছেন, আবার পরবর্তীতে বাংলা ডাবিং হওয়ায় আরো বিস্তৃত শ্রোতামহলে পৌঁছেছে এই ঐতিহাসিক গল্প। বোরাকের রূপদান করা উসমান গাজী চরিত্র হয়ে উঠেছে আত্মমগ্নতা, আত্মত্যাগ ও নেতৃত্বের প্রতীক। তবে প্রত্যেক শুরুরই শেষ থাকে। বোরাকের এই অপ্রত্যাশিত প্রস্থানে কি এই গৌরবময় যাত্রার এখানেই সমাপ্তি ঘটবে, নাকি শুরু হবে নতুন শিরোনামে উসমানপুত্র ওরহান গাজীর গল্পÑসময়ই এ প্রশ্নের উত্তর দেবে।
বিশ্বব্যাপী মুসলিম দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক সিরিজ কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক ওজচিভিত। সিরিজের ছয়টি সিজনে টানা উসমান গাজীর ভূমিকায় অভিনয়ের পর এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে বিস্ময় ও আলোচনা।
তুরস্কের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, বোরাক ওজচিভিত কুরুলুস উসমানের সপ্তম সিজনের জন্য প্রতি পর্বে ৪০ লাখ তুর্কি লিরা পারিশ্রমিক দাবি করেন, যা বর্তমান প্রযোজনা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম মেনে নিতে অপারগতা প্রকাশ করে।
বোরাক ওজচিভিত নিজেই সোশ্যাল মিডিয়ায় এক বিদায়ী বার্তায় লেখেন, ‘বিদায় জানানো একটি মহৎ গুণ। ছয় বছরের পরিশ্রম ও ভালোবাসাকে ঘিরে যারা নানা ধরনের ধারণা তৈরি করেছেন, তাদের আমি বিদায় জানাচ্ছি; আর দর্শকদের জানাচ্ছি কৃতজ্ঞতা।’
সে সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কুরুলুস উসমান ও বোজদাগ ফিল্মকে আনফলো করার পাশাপাশি কুরুলুস উসমান-সংক্রান্ত সব পোস্টও সরিয়ে ফেলেন এই অভিনেতা। এমন পরিস্থিতিতে কুরুলুস উসমানের সপ্তম সিজন আদৌ আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না দিলেও সোশ্যাল মিডিয়া থেকে এ বিষয়ে মোটাদাগে দুটি সম্ভাবনার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে। যার একটিতে বলা হচ্ছে, সপ্তম সিজনে টাইম জাম্প ঘটিয়ে বোরাকের পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে দিয়ে উসমান চরিত্রে ফেরত আনা হবে; অথবা উসমান যুগ শেষ করে সরাসরি তার ছেলে ওরহান গাজীর ওপর ভিত্তি করে নতুন একটি সিরিজ শুরু করা হবে। এ প্রসঙ্গে তিনজন সম্ভাব্য অভিনেতার নাম ঘুরছে প্রযোজনা টেবিলে। তবে শিল্প-সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিনেতাকে নিয়ে মূলত নতুন ‘ওরহান গাজী’ সিরিজ বিষয়ে আলোচনা চলছে। টাইম জাম্প করে উসমানকে নতুন মুখে দেখানোর সম্ভাবনা খুবই কম।
এদিকে বোরাক ওজচিভিতের এই বিদায়ে ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ছয় বছর ধরে উসমান গাজীর চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে।
অধিকাংশ সোশ্যাল মিডিয়া পোস্টের ভাষ্যমতে, ‘ছয় বছরের নিবেদন, ঘাম আর পরিশ্রম দিয়ে বোরাক উসমান গাজীর চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। তার বিদায় এক বড় শূন্যতা তৈরি করবে।’
অনেকে মনে করেন, ‘বোরাক ছিল উসমান চরিত্রের প্রাণ। তাকে বাদ দিলে সিরিজ আর আগের মতো প্রাণবন্ত থাকবে না।’সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগে ‘বিদায় ওসমান’ও ‘বোরাক ওজচিভিত’লেখা হচ্ছে, যার মাধ্যমে ভক্তরা তাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।
উল্লেখ্য, দিরিলিস আরতুগ্রুল সিরিজের অসামান্য সাফল্যের পর ২০১৯ সালে শুরু হয় তার সিকুয়েল সিরিজ কুরুলুস উসমান। উসমান গাজীর উত্থান এবং উসমানী সালতানাতের সূচনার এই মহাগাথা শুরু থেকেই দর্শক হৃদয় জয় করে নেয়। বোরাক ওজচিভিতের অসাধারণ অভিনয়, ঐতিহাসিক আবহ আর তুর্কি সংস্কৃতির অনুপম উপস্থাপনা এই সিরিজকে পরিণত করে এক আন্তর্জাতিক ফেনোমেনায়।
বিশ্বজুড়ে তুর্কি সিরিজপ্রেমীদের পাশাপাশি বাংলাদেশেও সিরিজটির রয়েছে বিপুল ভক্তকুল। অনেকে সাবটাইটেলসহ মূল ভাষায় দেখেছেন, আবার পরবর্তীতে বাংলা ডাবিং হওয়ায় আরো বিস্তৃত শ্রোতামহলে পৌঁছেছে এই ঐতিহাসিক গল্প। বোরাকের রূপদান করা উসমান গাজী চরিত্র হয়ে উঠেছে আত্মমগ্নতা, আত্মত্যাগ ও নেতৃত্বের প্রতীক। তবে প্রত্যেক শুরুরই শেষ থাকে। বোরাকের এই অপ্রত্যাশিত প্রস্থানে কি এই গৌরবময় যাত্রার এখানেই সমাপ্তি ঘটবে, নাকি শুরু হবে নতুন শিরোনামে উসমানপুত্র ওরহান গাজীর গল্পÑসময়ই এ প্রশ্নের উত্তর দেবে।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২৪ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে