
বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদত। তার অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমাটি বক্স অফিসে সাড়া পায়নি। বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। অনেকে এর জন্য ইসরাইলি অভিনেত্রীকেই দায় দিতে চান। তাদের মতে, ফিলিস্তিনে ইসরাইলের জঘন্য ও অমানবিক হামলায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে ঘৃণা। ইসরাইল বয়কটেরও ডাক এসেছে বহু জাতি ও দেশের মধ্যে। তারা ‘স্নো হোয়াইট’ সিনেমায় ইসরাইলি অভিনেত্রী গ্যাল গ্যাদত থাকায় ক্ষুব্ধ হয়ে সেটি থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ, এই অভিনেত্রী ইসরাইলের একজন কট্টর সমর্থক। এজন্যই সিনেমাটি সাফল্যের মুখ দেখেনি।
সম্প্রতি ইসরাইলি টকশো ‘দ্য এ টকস’-এ গ্যাল গ্যাদত বলেন, ৭ অক্টোবরের পর সেলিব্রিটিদের ওপর ইসরাইলের বিরুদ্ধে কথা বলার চাপ বেড়ে যায়। সে সময় তার প্রতি ব্যক্তিগতভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ‘মানুষ আমাকে আগে ইসরাইলি হিসেবে দেখেছে, অভিনেত্রী হিসেবে নয়’Ñবলেন তিনি। তবে এক ইনস্টাগ্রাম স্টোরিতে গ্যাল গ্যাদত পরিষ্কার করেন, ‘ছবিটি কেবল বাইরের চাপের কারণে ফ্লপ হয়নি। সিনেমা ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ কাজ করে। আর কোনো কাজেই সফলতা কখনো নিশ্চিত নয়। সেটা কখনো আসে, কখনো আসে না।’ র্যাচেল জেগলারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে অনেক আনন্দ হয়েছে। তবে আমি খানিকটা হতাশ। আমার ধারণা ছিল সিনেমাটি বিশাল সাফল্য পাবে। সেটি হয়নি।’ ‘স্নো হোয়াইট’ মুক্তির পর ব্যাপক সমালোচনা ও বয়কটের ডাক ওঠে। বক্স অফিসে ছবিটি প্রায় ১১৫ মিলিয়ন ডলার ক্ষতি গুনেছে বলে শোনা যাচ্ছে।

হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদত। তার অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমাটি বক্স অফিসে সাড়া পায়নি। বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। অনেকে এর জন্য ইসরাইলি অভিনেত্রীকেই দায় দিতে চান। তাদের মতে, ফিলিস্তিনে ইসরাইলের জঘন্য ও অমানবিক হামলায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে ঘৃণা। ইসরাইল বয়কটেরও ডাক এসেছে বহু জাতি ও দেশের মধ্যে। তারা ‘স্নো হোয়াইট’ সিনেমায় ইসরাইলি অভিনেত্রী গ্যাল গ্যাদত থাকায় ক্ষুব্ধ হয়ে সেটি থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ, এই অভিনেত্রী ইসরাইলের একজন কট্টর সমর্থক। এজন্যই সিনেমাটি সাফল্যের মুখ দেখেনি।
সম্প্রতি ইসরাইলি টকশো ‘দ্য এ টকস’-এ গ্যাল গ্যাদত বলেন, ৭ অক্টোবরের পর সেলিব্রিটিদের ওপর ইসরাইলের বিরুদ্ধে কথা বলার চাপ বেড়ে যায়। সে সময় তার প্রতি ব্যক্তিগতভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ‘মানুষ আমাকে আগে ইসরাইলি হিসেবে দেখেছে, অভিনেত্রী হিসেবে নয়’Ñবলেন তিনি। তবে এক ইনস্টাগ্রাম স্টোরিতে গ্যাল গ্যাদত পরিষ্কার করেন, ‘ছবিটি কেবল বাইরের চাপের কারণে ফ্লপ হয়নি। সিনেমা ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ কাজ করে। আর কোনো কাজেই সফলতা কখনো নিশ্চিত নয়। সেটা কখনো আসে, কখনো আসে না।’ র্যাচেল জেগলারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে অনেক আনন্দ হয়েছে। তবে আমি খানিকটা হতাশ। আমার ধারণা ছিল সিনেমাটি বিশাল সাফল্য পাবে। সেটি হয়নি।’ ‘স্নো হোয়াইট’ মুক্তির পর ব্যাপক সমালোচনা ও বয়কটের ডাক ওঠে। বক্স অফিসে ছবিটি প্রায় ১১৫ মিলিয়ন ডলার ক্ষতি গুনেছে বলে শোনা যাচ্ছে।

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৩ ঘণ্টা আগে
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগে
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে