
বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড
হলিউডের বিনোদন জগতে রাজ করা কিংবদন্তি সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এখন বিক্রির মুখে। নেটফ্লিক্স ও প্যারামাউন্ট স্কাইড্যান্সের মধ্যে লড়াই চলছে স্টুডিওটি কেনার জন্য। ফলে যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।











