আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

বিনোদন রিপোর্টার
বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

হলিউডের বিনোদন জগতে রাজ করা কিংবদন্তি সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এখন বিক্রির মুখে। নেটফ্লিক্স ও প্যারামাউন্ট স্কাইড্যান্সের মধ্যে লড়াই চলছে স্টুডিওটি কেনার জন্য। ফলে যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আজ, ১৪ ডিসেম্বর বিবিসির করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কর্মীদের অনেকেই ওয়ার্নার ব্রাদার্সের বর্তমান অবস্থাকে ‘দুর্যোগ’ ও ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করছেন। করোনা মহামারির পর থেকেই চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে উৎপাদন কমে গেছে। তার মধ্যে ঐতিহাসিক এই স্টুডিও বিক্রি হয়ে গেলে শিল্পটি আরও সংকুচিত হবে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ওয়ার্নার ব্রাদার্স ‘ক্যাসাব্লাঙ্কা’, ‘গুডফেলাস’, ‘ব্যাটম্যান’ ও ‘হ্যারি পটার’-এর মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানটি বিক্রি হলে শুধু কর্মসংস্থান কমবে না, চলচ্চিত্র ও টিভি প্রকল্পের জন্য বড় বিনিয়োগকারীর সংখ্যাও কমে যাবে।

অভিনেতা, প্রযোজক ও কারিগরি কর্মীদের মতে, হলিউড এখন দুটি অনাকাঙ্ক্ষিত বিকল্পের মধ্যে বেছে নেওয়ার মুখে। একদিকে রয়েছে নেটফ্লিক্স, যাদের বিরুদ্ধে সিনেমা হলের ব্যবসা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। অন্যদিকে রয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স, যাদের মালিকানা কাঠামোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবেরদের নাম জড়িত।

প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স যদি চুক্তিটি পায়, তাহলে তারা ওয়ার্নার ব্রাদার্সের ১০২ বছরের পুরোনো স্টুডিও, এইচবিও এবং বিশাল চলচ্চিত্র ও টেলিভিশন আর্কাইভ অধিগ্রহণ করবে। সেক্ষেত্রে সিএনএন, টিএনটি স্পোর্টস ও ডিসকভারির মতো পুরোনো টিভি নেটওয়ার্ক অন্য ক্রেতার কাছে বিক্রি করা হতে পারে।

তবে ওয়ার্নার ব্রাদারসের সম্ভাব্য ক্রেতা যেই হোক, হলিউডের অনেকেই বর্তমান পরিস্থিতির জন্য ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জ্যাসলাভকে দায়ী করছেন। গত বছর তিনি ৫ কোটি ১৯ লাখ ডলার আয় করলেও প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ১১ বিলিয়ন ডলারের বেশি।

ডেভিড জ্যাসলাভ ২০২২ সালে ডিসকভারি ও এটিঅ্যান্ডটির ওয়ার্নারমিডিয়ার একীভূতকরণের মাধ্যমে দায়িত্ব নেন। সেই একীভূতকরণের ফলে হাজার হাজার কর্মী চাকরি হারান। তবে ওয়ার্নার ব্রাদার্স এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগের প্রধান রবার্ট গিবস বলেন, ডেভিড জ্যাসলাভের নেতৃত্বে স্টুডিওটি আবার সৃজনশীল নেতৃত্ব ফিরে পেয়েছে এবং স্ট্রিমিং সেবাটি প্রথমবারের মতো লাভজনক হয়েছে।

অনেক চলচ্চিত্রকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। তাদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, চলচ্চিত্র শিল্পে বর্তমান টিকে থাকা যাবে কি না। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়ে গেছে, অন্যদিকে একীভূতকরণের ফলে কাজের সুযোগ কমে যাওয়ায় অনেকে নিজেদের পেশাগত ভবিষ্যৎ নতুন করে ভাবছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন