বিনোদন ডেস্ক
বিশ্ব সিনেমার অন্যতম সফল ফ্রাঞ্চাইজির নাম ‘টাইটানিক’খ্যাত কিংবদন্তি হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। এটির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা এসেছে আগেই। ফলে জেমস ক্যামেরনের মহাকাব্যিক সিনেমাটিক জগৎ আরেকবার দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে আসছে নতুন অ্যাভাটারের জগৎ। বর্তমান হলিউড ব্যাকলট এলাকার একটি অংশকে রূপান্তরিত করা হচ্ছে এই মহাকাব্যিক জগৎ তৈরির জন্য। অবশেষে বহুল প্রতীক্ষিত অধ্যায় ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে ফিরে এসেছেন ক্যামেরন। গতকাল বৃহস্পতিবার ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে একজন নতুন খলনায়ক ‘ভারাং’-এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এই চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা ওনা চ্যাপলিন, যিনি বিশ্ববিখ্যাত ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ রব স্ট্রার্কের স্ত্রী তালিসা মেগির চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। ভারাংকে আগ্নেয়গিরিতে বসবাসকারী অ্যাশ পিপল বংশের নাভি নেতা বলা হয়। ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রধান ভিলেনের লুক ‘অ্যাভাটার’-এর প্রথম কিস্তি থেকেই আছেন অস্কারজয়ী অভিনেত্রী জো সালডানা। ‘ফারার অ্যান্ড অ্যাশ’ পর্বে তিনি এবং ওনা চ্যাপলিন ছাড়াও অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জ্যাক চ্যাম্পিয়ন, বেইলি ব্যাস, ত্রিনিটি ব্লিস ও ব্রিটেইন ডাল্টন।
সাবটাইটেল থেকে জানা যায়, তৃতীয় সিনেমাটি প্যান্ডোরা গ্রহের নতুন কোণগুলো অন্বেষণ করে, যেখানে জ্যাক সুলি (স্যাম ওয়ার্থিংটন) একটি ছাই বর্জ্যভূমিতে প্রবেশ করে এবং দত্তক পুত্র স্পাইডারের (জ্যাক চ্যাম্পিয়ন) সঙ্গে একটি বিপজ্জনক আগ্নেয়গিরিতে আরোহণ করে। উড্ডয়মান জেলিফিশের মতো প্রাণী এবং লাল রঙ করা না’ভি প্রতিদ্বন্দ্বীরাও নতুনভাবে হাজির হবে। যিনি একজন রহস্যময় নারী যোদ্ধা, যিনি প্রচণ্ডভাবে প্রতিরক্ষামূলক মাতৃপতি নেইতিরির (জো সালডানা) মুখোমুখি হন। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে টিজারে জানানো হয়।
বিশ্ব সিনেমার অন্যতম সফল ফ্রাঞ্চাইজির নাম ‘টাইটানিক’খ্যাত কিংবদন্তি হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। এটির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা এসেছে আগেই। ফলে জেমস ক্যামেরনের মহাকাব্যিক সিনেমাটিক জগৎ আরেকবার দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে আসছে নতুন অ্যাভাটারের জগৎ। বর্তমান হলিউড ব্যাকলট এলাকার একটি অংশকে রূপান্তরিত করা হচ্ছে এই মহাকাব্যিক জগৎ তৈরির জন্য। অবশেষে বহুল প্রতীক্ষিত অধ্যায় ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে ফিরে এসেছেন ক্যামেরন। গতকাল বৃহস্পতিবার ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে একজন নতুন খলনায়ক ‘ভারাং’-এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এই চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা ওনা চ্যাপলিন, যিনি বিশ্ববিখ্যাত ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ রব স্ট্রার্কের স্ত্রী তালিসা মেগির চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। ভারাংকে আগ্নেয়গিরিতে বসবাসকারী অ্যাশ পিপল বংশের নাভি নেতা বলা হয়। ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রধান ভিলেনের লুক ‘অ্যাভাটার’-এর প্রথম কিস্তি থেকেই আছেন অস্কারজয়ী অভিনেত্রী জো সালডানা। ‘ফারার অ্যান্ড অ্যাশ’ পর্বে তিনি এবং ওনা চ্যাপলিন ছাড়াও অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জ্যাক চ্যাম্পিয়ন, বেইলি ব্যাস, ত্রিনিটি ব্লিস ও ব্রিটেইন ডাল্টন।
সাবটাইটেল থেকে জানা যায়, তৃতীয় সিনেমাটি প্যান্ডোরা গ্রহের নতুন কোণগুলো অন্বেষণ করে, যেখানে জ্যাক সুলি (স্যাম ওয়ার্থিংটন) একটি ছাই বর্জ্যভূমিতে প্রবেশ করে এবং দত্তক পুত্র স্পাইডারের (জ্যাক চ্যাম্পিয়ন) সঙ্গে একটি বিপজ্জনক আগ্নেয়গিরিতে আরোহণ করে। উড্ডয়মান জেলিফিশের মতো প্রাণী এবং লাল রঙ করা না’ভি প্রতিদ্বন্দ্বীরাও নতুনভাবে হাজির হবে। যিনি একজন রহস্যময় নারী যোদ্ধা, যিনি প্রচণ্ডভাবে প্রতিরক্ষামূলক মাতৃপতি নেইতিরির (জো সালডানা) মুখোমুখি হন। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে টিজারে জানানো হয়।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২৪ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে