আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার দেশের পর্দায় নতুন ‘অ্যাভাটার’

বিনোদন রিপোর্টার

এবার দেশের পর্দায় নতুন ‘অ্যাভাটার’

প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের কল্পবিজ্ঞান সিনেমা অ্যাভাটারের নতুন কিস্তি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সুখবর হলো, বিশ্বের অন্য দেশের মতো একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম অ্যাভাটার সিনেমা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। আয় করে প্রায় দুই দশমিক ৯ বিলিয়ন ডলার।

২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’ করোনা-পরবর্তী সময়েও প্রায় দুই দশমিক তিন বিলিয়ন ডলার আয় করে। বিশাল ক্যানভাস, প্রযুক্তি আর দৃশ্য নির্মাণের কারণে এই সিনেমা দর্শককে আলাদা করে আকৃষ্ট করেছে। নতুন সিনেমাটি মুক্তির আগে লন্ডনে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে সমালোচকদের প্রতিক্রিয়ায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তাদের মতে, সিনেমাটি আবারও প্রমাণ করে বড়পর্দায় সিনেমা দেখার আলাদা গুরুত্ব রয়েছে। এবারের গল্পের কেন্দ্রেও রয়েছে সুলি পরিবার। আগের পর্বে নেটেয়ামের মৃত্যুর শোক তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। সেই পরিস্থিতির মধ্যেই নতুন বিপদের মুখে পড়ে তারা। এ কিস্তিতে প্রথমবারের মতো দেখা যাবে আগুন উপজাতিকে, যা গল্পে নতুন মাত্রা যোগ করেছে। অভিনয়ে রয়েছেন স্যাম ওয়ার্থিংটন, জো স্যালদানা, সিগরনি উইভার, স্টিফেন ল্যাং এবং কেট উইন্সলেট।

গত ৫ ডিসেম্বর প্যারিসে সংবাদ সম্মেলনে জেমস ক্যামেরন জানান, সিনেমাটিতে সন্তানদের পরিচয় খোঁজার লড়াই ও বাস্তুচ্যুত পরিবারের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যাতে দর্শক বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পান। প্রযুক্তি ও সংগীতেও থাকছে নতুনত্ব।

সুরকার সাইমন ফ্র্যাংলেন জানিয়েছেন, সিনেমাটির সংগীত তৈরিতে তার সাত বছর সময় লেগেছে। তিনি এক হাজার ৯০৭ পাতার স্বরলিপি লিখেছেন এবং প্যানডোরাবাসীর জন্য সম্পূর্ণ নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন। জেমস ক্যামেরন জানিয়েছেন, সিনেমাটির ব্যবসায়িক সাফল্যই ঠিক করবে অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ পথচলা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন