মুক্তি পেয়েছে ইমন সাহার প্রথম সিনেমা ‘সাইলেন্স’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৯: ১৪

সংগীত পরিচালক হিসেবে দীর্ঘদিনের সফল যাত্রার পর, প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ আজ শুক্রবার মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

প্রথম সপ্তাহে ছবিটি স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখার পাশাপাশি ব্লকবাস্টার সিনেমাস, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল ও চট্টগ্রামের সুগন্ধা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞাপন

সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক বাউল ঘরের মেয়ের সংগীত ভ্রমণকে কেন্দ্র করে। গ্রামের মাটিতে বড় হওয়া মেয়েটি গানকে ভালোবেসে শহরে আসে নিজের স্বপ্ন পূরণের আশায়। কিন্তু শহরের চাকচিক্য, খ্যাতি আর গ্ল্যামার তাকে টেনে নেয় অন্য এক জগতে, যেখানে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তার ভেতরের ‘মাটির সুর’।

সিনেমা সম্পর্কে ইমন সাহা বলেন, ‘বাউল পরিবারের এক মেয়ের সংগীত যাত্রার গল্প এটি। তার ভেতরের ফোক সত্তা কীভাবে শহরের জৌলুসে ম্লান হয়ে যায়, সেটাই মূল ভাবনা। এখানে একসঙ্গে আছে আত্মিক অনুসন্ধান, হারানোর কষ্ট আর পুনরাবিষ্কারের সুর।’

সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

সংগীতের সঙ্গে জীবনের সংযোগকে কেন্দ্র করে নির্মিত ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ শুধু একটি সিনেমা নয়, বরং এটি একটি আত্ম অন্বেষণের গল্প— যেখানে নোটের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে এক নারীর আত্মার যাত্রা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত