আগামীকাল শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সুপারম্যান’। বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।
পরিচালক জেমস গান নতুনভাবে নিয়ে এসেছেন সুপারম্যানের কাহিনি। এই ছবি দিয়েই শুরু হচ্ছে নতুন ডিসি ইউনিভার্স। সুপারম্যান চরিত্রে এবার দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
শুধু অ্যাকশন নয়, এবারের সুপারম্যান সিনেমায় রয়েছে গভীর বার্তা। পরিচালক জেমস গান জানিয়েছেন, এটি একজন অভিবাসীর গল্প—যিনি অন্য এক গ্রহ থেকে এসে পৃথিবীতে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন। এটি মূলত আশা, মানবিকতা ও নৈতিকতার জয়গান। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে ছুঁয়ে যাওয়া এই সিনেমা তুলে ধরবে বর্তমান সময়ের অনেক বাস্তব সংকট। পরিচালকের ভাষ্য, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে।’

