ডলি জহুর-মৌ এর ‘তবু মনে রেখো’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫৩

জীবন ভিত্তিক গল্পের নাটকে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। এবার তার সাথে একই নাটকে তার শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। ‘তবু মনে রেখো’ শিরোনামে নাটকটি নির্মাণ করেছেন এই সময়ের মেধাবী নাট্য নির্মাতা মো. রবিউল সিকদার। যিনি মূলত জীবন ঘনিষ্ঠ গল্প নিয়েই কাজ করেন সবসময়।

নাটকটির গল্প এবং এতে কাজ করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘রবির পরিচালনায় এর আগেও একটি কাজ করেছি। সেই নাটকে আমি, আখম আর উর্মিলা ছিলাম। দীর্ঘদিন পর আবারো রবির নাটকের কাজ করা হলো। এই নাটকটির গল্প আমাদের জীবন থেকে নেয়া গল্প। জীবন সংসারের গল্প। নাটকে আমার সহশিল্পী হিসেবে আরো আছে মাসুম বাশার, শাহেদ আলী, মৌ’সহ আরো কয়েকজন। বেশ যত্ন করেই রবি নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

বিজ্ঞাপন

নাটকের গল্প প্রসঙ্গে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘এই নাটকে ডলি ভাবী আমার শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে যে ছেলের পরিবার থেকে মা-বাবা আলাদা হয়ে যেতে চাইছেন। সেই সময়টাতেই মা অসুস্থ হয়ে পড়েন। এমন সময় বাবা মায়ের পাশে থেকে মায়ের সেবা করেন, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। আবার আমি এবং আমরা স্বামী সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম আলাদা হয়ে যাবার। কিন্তু মায়ের প্রতি বাবার এই দায়িত্ব-ভালোবাসা দেখে আমরা আমাদের আলাদা হবার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। গল্পটা সুন্দর।’

নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্মাতা চেষ্টা করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই যথাযথভাবে নাটকটি নির্মাণ করতে। আমি-আমরা যারা ছিলাম প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের। কারণ এই ধরনের গল্পের নাটক শিক্ষণীয় নাটক। জীবন থেকে নেয়া গল্পের নাটক বেশি বেশি নির্মাণ হওয়া উচিতও বলে আমি মনেকরি।’

নাটকটির নির্মাণে ক্যামেরায় জুয়েল আহমেদ। এদিকে রবিউল সিকদার কিছুদিন আগেই নির্মাণ করেছেন শিবলী ও নাবিলাকে নিয়ে তার নিজের গল্পে ও চিত্রনাট্যে ‘অনিশ্চিত জীবন’ নামের একটি নাটক। এই নাটকটিও শিগগিরই প্রচারে আসবে বলে জানালেন রবিউল সিকদার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত