সালমান শাহ হত্যা মামলা

বিনোদন রিপোর্টার

বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিচ্ছে! আদালতের নির্দেশে তার অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ।
সেই তদন্তের জের ধরে সালমান শাহ ২৯ বছর আগে যে বাসায় বসবাস করতেন সেখানে তদন্তের জন্য গেছে পুলিশ। নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। নব্বই দশকে এ বাসায় স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন সালমান শাহ। রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ওই ফ্ল্যাটের ভেতরের চিত্র কেমন তা ঘুরে দেখেছে পুলিশ।
সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ওরেজভী আহমেদ ফরহাদ।
কিন্তু বর্তমানে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের হদিস মিলছে না। একই সঙ্গে খোঁজ মিলছে না সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক (ডন)-এর।
তদন্ত শুরু হওয়ার কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপ, ইমোতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন, সামিরাসহ অন্যান্য অভিযুক্ত আসামিদের সঙ্গে। দেশজুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক সে সময়েই হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের।
এদিকে, সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আদালতের এই আদেশের পরই সালমান শাহর মামা আলমগীর কুমকুম ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় হত্যা মামলাটি করেন। আদালত রমনা মডেল থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে।

বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিচ্ছে! আদালতের নির্দেশে তার অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ।
সেই তদন্তের জের ধরে সালমান শাহ ২৯ বছর আগে যে বাসায় বসবাস করতেন সেখানে তদন্তের জন্য গেছে পুলিশ। নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। নব্বই দশকে এ বাসায় স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন সালমান শাহ। রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ওই ফ্ল্যাটের ভেতরের চিত্র কেমন তা ঘুরে দেখেছে পুলিশ।
সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ওরেজভী আহমেদ ফরহাদ।
কিন্তু বর্তমানে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের হদিস মিলছে না। একই সঙ্গে খোঁজ মিলছে না সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক (ডন)-এর।
তদন্ত শুরু হওয়ার কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপ, ইমোতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন, সামিরাসহ অন্যান্য অভিযুক্ত আসামিদের সঙ্গে। দেশজুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক সে সময়েই হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের।
এদিকে, সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আদালতের এই আদেশের পরই সালমান শাহর মামা আলমগীর কুমকুম ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় হত্যা মামলাটি করেন। আদালত রমনা মডেল থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে।

এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড সুপারস্টার সালমান খান। সৌদি আরবের রিয়াধে এক অনুষ্ঠানে বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ইচ্ছাকৃত ভুল, না কি অজান্তেই এমন বলেছিলেন, তা তোলপাড় গোটা পাকিস্তানজুড়ে।
৫ ঘণ্টা আগে
স্বৈরাচারের আমলে শেখ পরিবারের প্রভাবশালী সদস্যের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে চলচ্চিত্রে প্রভাব বিস্তার করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনেও তাকে দেখা যায় উচ্চ আদালতকে নিজের ইচ্ছামত ব্যবহার করতে।
৬ ঘণ্টা আগে
ফের রাজধানী ঢাকার বুকে মর্মান্তিক এক অপমৃত্যু। আজ, রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছুটে সরাসরি পড়ল পথচারীর মাথায়; এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক যুবক। কে জানতো, আচমকাই ফুটপাতে দাঁড়িয়ে নিভে যাবে জীবন প্রদীপ!
৬ ঘণ্টা আগে
এবছর ২২তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান ।
৭ ঘণ্টা আগে