আমার দেশকে ববিতা

সিনেমা দেখে দেখে সময় আমার ভালোই কেটে যাচ্ছে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ২৩

বাংলাদেশের চলচ্চিত্রের ৭০-এর দশকের সেরা অভিনেত্রী ছিলেন ববিতা। তিনি ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বীয়ারজয়ী সত্যজিৎ রায়ের অশনিসংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ৩৫০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।

বিজ্ঞাপন

ববিতাই প্রথম বাংলাদেশি নায়িকা, যিনি দেশের বাইরে বাংলাদেশের পতাকা বহন করে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। তিনিই প্রথম নায়িকা, যার নামে আমেরিকায় ৫ আগস্ট ‘ববিতা দিবস’ উদযাপন হয়ে আসছে।

বর্তমানে তিনি বেশিরভাগ সময় ছেলে অনিকের সঙ্গে কানাডায় থাকেন। মাঝে-মাঝে বাংলাদেশেও আসেন। ছেলের সঙ্গে সময় কাটিয়ে দুই মাস আগে ঢাকায় আসেন ববিতা। তবে দেশে ফিরলেও যে অবসর সময় কাটে তার, এমনটা নয়।

ববিতা জানান, তার আত্মীয়স্বজনরা এই মুহূর্তে কেউ মালয়েশিয়া, কেউ থাইল্যান্ডে আছেন। কেউ বেড়াতে গিয়েছেন, আবার কেউবা চিকিৎসা করাতে গিয়েছেন। ঢাকায় তিনি একাই আছেন। তার ভাষ্যমতে, তিনি একা হলেও বেশ ব্যস্ত সময় কাটান প্রায় প্রতিদিনই।

ববিতা বলেন, ‘কয়েক মাস হলো অনিকের কাছ থেকে রাজধানীতে এসেছি। এখানে এসে এই মুহূর্তে আমি একাই বলা চলে। কিন্তু সময় কাটছে ব্যস্ততার মধ্য দিয়ে। নেটফ্লিক্সে ইংরেজি পুরোনো দিনের সিনেমা, হিন্দি, ভারতীয় বাংলা সিনেমা এবং বাংলাদেশের সিনেমা তো রয়েছেই। সিনেমা আমি প্রতিনিয়তই দেখি। মাঝেমধ্যে এ সময়ের বেশ আলোচনায় এসেছে এমন সিনেমাও দেখি। সিনেমা দেখে দেখে সময় আমার ভালোই কেটে যায়। এ ছাড়া ফুল-পাখি নিয়ে তো আমার প্রতিদিনের ব্যস্ততা আছেই। সময় করে অনিকের সঙ্গে কথা বলতেই হয়। আছে আরো কিছু ব্যক্তিগত কাজ, সেসব আর নাইবা বলি। সব মিলিয়ে একা হলেও সময় কিন্তু বেশ ব্যস্ততাতেই কাটে।’

বিদেশে থাকলেও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রতি ভালোবাসা রয়ে গেছে। ববিতা বলেন, ‘প্রায়ই কথা হয় চলচ্চিত্রের অনেকের সঙ্গে। চেষ্টা করি সবার খোঁজ নিতে। তবে চলচ্চিত্রের নানা ধরনের অনুষ্ঠানে কম যাওয়া হয়।’

বর্তমানে অভিনয় করা প্রসঙ্গে ববিতা বলেন, ‘এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন, স্ক্রিপ্ট পাঠিয়েছেন। কিন্তু কোনো স্ক্রিপ্টই ভালো লাগেনি। যে কারণে আপাতত নতুন কোনো সিনেমাতেও দেখা যাচ্ছে না। যদি কোনো দিন গল্প, চরিত্র খুব ভালো লেগে যায় এবং নির্মাতা যদি নিশ্চয়তা দেন তিনি শতভাগ যত্ন নিয়ে সিনেমা নির্মাণ করবেন, তবে হয়তো নতুন সিনেমায় অভিনয় করতেও পারি।’

ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত