জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫

আবারও মঞ্চে কাঙ্গালিনী সুফিয়া

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮: ৩৪

২০২৪ সালের জুলাইয়ের এই সময়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজন করা হয় ‘শহিদদের স্মরণে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। গতকাল শনিবার সাভারের গেন্ডা বালুরমাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘শহিদদের স্মরণে শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠানে মঞ্চে উঠে গান পরিবেশন করেন প্রবীণ লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তিনি একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘কোন বা পথে নিতাইগঞ্জে যাই’, ‘চাঁদের কোলে’, ‘অন্ধকার জীবন আমার কেমনে যাবে’ ও ‘আমার জীবন চলার পথে’ প্রভৃতি গানসমূহ।

বিজ্ঞাপন

এছাড়াও মঞ্চে আসেন জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। তিনি পরিবেশন করেন ‘ভুলবো না জুলাই শহীদ’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’, মুক্তিযোদ্ধার বাংলাদেশ ২৪ জুলাই এর বাংলাদেশ’ ও ‘দয়া করো আল্লাহ’ গানসমূহ।

‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল চল’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘বাংলাদেশ (আযম খান)’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানসমূহ পরিবেশন করে অক্ষর ব্যান্ড।

সবশেষে মঞ্চে উঠেন পথিক নবী ও তার সহশিল্পীবৃন্দ। তারা পরিবেশন করেন ‘সবার আগে দেশ তোমাকে সালাম’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘আদম সুরতে পাক এলাহী’ ও ‘ধন্য ধন্য বলি তারে’।

এরপূর্বে বেলা ২টা থেকে জুলাইয়ের চেতনার স্মরণে গণসংগীত পরিবেশন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই রক হাবিব পরিবেশন করেন ‘দিদি মনি, দিনি মনি সেলাই দিদি মনি’, ‘সূর্যদয়ে তুমি’, ‘আমার বাংলাদেশ’ ও ‘শোন মহাজন’।

‘শহিদদের স্মরণে শ্রমিক সমাবেশ’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

বেলা ৩টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দের বক্তব্যের পর সমাবেশে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের চেক প্রদান করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত