বিনোদন রিপোর্টার
সুচন্দা এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্নেহভাজন এক নাম। ষাটের দশকের গ্ল্যামার, সত্তরের দশকের আবেগ, আশি-নব্বইয়ের দশকে ধীরে ধীরে নির্মাতা ও প্রযোজকের পরিচয়-সব মিলিয়ে তিনি এক অনন্য যাত্রার অংশ। অনেক নতুন প্রজন্ম তাকে জানে পরিচালক সুচন্দা হিসেবে, আবার অনেকে মনে রাখে কালজয়ী নায়িকা সুচন্দা হিসেবে।
আজ সেই স্নেহভাজন অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক রাজ রাজ্জাক পুত্র সম্রাট। সম্রাট তার ফেসবুকে আজ সকালে পোস্ট করে লিখেছেন ‘জন্মদিনের শুভেচ্ছা-সূচন্দা আন্টি। আব্বার অভিনীত সিনেমার মধ্যে ‘জীবন থেকে নেয়া’ সিনেমাটি একটা অন্যরকম সিনেমা, যে সিনেমার দর্শক যুগের পর যুগ রয়েছে। এখনো এই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ রয়েছে।‘
জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমায় নায়ক হিসেবে বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের অভিষেক হয়। ‘বেহুলা’র পর নায়ক রাজ রাজ্জাককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ‘বেহুলা’র পর সুচন্দার নায়ক হিসেবে খান আতাউর রহমানের ‘জীবন থেকে নেয়া’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। ‘জীবন থেকে নেয়া’ সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম আলোচিত সিনেমা।
সুচন্দা অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘জীবন থেকে নেওয়া’, ‘কলমিলতা’, সংগ্রাম’, ‘ধীরে বহে মেঘনা’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, নয়নতারা’, ‘মনের মত বউ’, ‘প্রতিশোধ’, ‘নতুন নামে ডাকো’, ‘কোথায় যেন দেখেছি’, ‘জুলেখা’, ‘বিচার’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘তিন কন্যা’, ‘চাওয়া পাওয়া’, ‘রাখাল বন্ধু’, ‘তৃষ্ণা’, ‘দোষী’ ইত্যাদি।
এছাড়া তিনি বেশ কয়েকটি উর্দু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। যেমন- ‘যাহা বাজে সাহনাই’, ‘পিয়াসা’, হাম এক হায়’, ইত্যাদি। ‘হাম এক হ্যায়’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার পুরস্কার পেয়েছিলেন।
অভিনয়ে তুমুল সাফল্যের পর সুচন্দা নাম লেখান প্রযোজনায়। ‘সুচন্দা চলচ্চিত্র’ ব্যানারে তিনি প্রযোজনা করেছেন ‘টাকা আনা পাই’, ‘প্রতিশোধ’, ‘তিন কন্যা’, ‘বেহুলা-লখিন্দর’, ‘বাসনা’, ‘প্রেমপ্রীতি’, সবুজকোট’, কালো চশমা’, ‘হাজার বছর ধরে’ ইত্যাদি সিনেমাগুলো।
সুচন্দা এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্নেহভাজন এক নাম। ষাটের দশকের গ্ল্যামার, সত্তরের দশকের আবেগ, আশি-নব্বইয়ের দশকে ধীরে ধীরে নির্মাতা ও প্রযোজকের পরিচয়-সব মিলিয়ে তিনি এক অনন্য যাত্রার অংশ। অনেক নতুন প্রজন্ম তাকে জানে পরিচালক সুচন্দা হিসেবে, আবার অনেকে মনে রাখে কালজয়ী নায়িকা সুচন্দা হিসেবে।
আজ সেই স্নেহভাজন অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক রাজ রাজ্জাক পুত্র সম্রাট। সম্রাট তার ফেসবুকে আজ সকালে পোস্ট করে লিখেছেন ‘জন্মদিনের শুভেচ্ছা-সূচন্দা আন্টি। আব্বার অভিনীত সিনেমার মধ্যে ‘জীবন থেকে নেয়া’ সিনেমাটি একটা অন্যরকম সিনেমা, যে সিনেমার দর্শক যুগের পর যুগ রয়েছে। এখনো এই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ রয়েছে।‘
জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমায় নায়ক হিসেবে বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের অভিষেক হয়। ‘বেহুলা’র পর নায়ক রাজ রাজ্জাককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ‘বেহুলা’র পর সুচন্দার নায়ক হিসেবে খান আতাউর রহমানের ‘জীবন থেকে নেয়া’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। ‘জীবন থেকে নেয়া’ সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম আলোচিত সিনেমা।
সুচন্দা অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘জীবন থেকে নেওয়া’, ‘কলমিলতা’, সংগ্রাম’, ‘ধীরে বহে মেঘনা’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, নয়নতারা’, ‘মনের মত বউ’, ‘প্রতিশোধ’, ‘নতুন নামে ডাকো’, ‘কোথায় যেন দেখেছি’, ‘জুলেখা’, ‘বিচার’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘তিন কন্যা’, ‘চাওয়া পাওয়া’, ‘রাখাল বন্ধু’, ‘তৃষ্ণা’, ‘দোষী’ ইত্যাদি।
এছাড়া তিনি বেশ কয়েকটি উর্দু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। যেমন- ‘যাহা বাজে সাহনাই’, ‘পিয়াসা’, হাম এক হায়’, ইত্যাদি। ‘হাম এক হ্যায়’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার পুরস্কার পেয়েছিলেন।
অভিনয়ে তুমুল সাফল্যের পর সুচন্দা নাম লেখান প্রযোজনায়। ‘সুচন্দা চলচ্চিত্র’ ব্যানারে তিনি প্রযোজনা করেছেন ‘টাকা আনা পাই’, ‘প্রতিশোধ’, ‘তিন কন্যা’, ‘বেহুলা-লখিন্দর’, ‘বাসনা’, ‘প্রেমপ্রীতি’, সবুজকোট’, কালো চশমা’, ‘হাজার বছর ধরে’ ইত্যাদি সিনেমাগুলো।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে